সেপ্টেম্বরে ১০ হাজার করে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা দেবে সরকার! এরা পাবেন বিশেষ সুবিধা

পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal) প্রায়শই জনসাধারণের কল্যাণের উদ্দেশ্যে নতুন উদ্যোগ গ্রহণ করে থাকেন। পড়ুয়াদের জন্য বিশেষ করে। তাদের পড়াশোনার যাতে কোন সমস্যা না হয় সেজন্য সরকার বিভিন্ন রকম পরিষেবা চালু করে থাকে। তেমনি সম্প্রতি আবারও নতুন একটি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে সরকার। ইতিমধ্যেই ৫ সেপ্টেম্বর থেকে পড়ুয়াদের ১০,০০০ টাকা করে দেওয়া শুরু হয়েছে। তবে কিসের জন্য পড়ুয়াদের এত টাকা অনুদান দেওয়া হচ্ছে চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

প্রকল্পের নাম ও বিবরণ

রাজ্য সরকার পরিচালিত একটি প্রকল্প রয়েছে যার নাম হলো তরুণের স্বপ্ন প্রকল্প (Taruner Swapno Prakalpa)। এটি চালু হয়েছিল ২০২১ সাল থেকে। এই প্রকল্প চালু করার মূল উদ্দেশ্য হলো প্রযুক্তির সাথে সাথে পড়ুয়াদের পড়াশোনায় সংযোগ স্থাপনে সাহায্য করা।

এই প্রকল্প চালু করার কারণ

এই প্রকল্পের উদ্যোগ নিয়েছেন রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের নিয়ম অনুযায়ী যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের একাউন্টে ফোন কেনার জন্য ১০ হাজার টাকা দেওয়া হবে। বর্তমানে পড়াশোনা যেহেতু অনেকটাই ডিজিটাল মাধ্যমে হয়ে গিয়েছে তাই সেকথা ভেবেই মুখ্যমন্ত্রীর এরূপ উদ্যোগ। ৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী শিক্ষক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান করার পর ছেলেমেয়েদের স্মার্ট ফোন বা ট্যাব কেনার টাকা দিতে শুরু করেছেন। অনলাইনে পড়াশোনার ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের যাতে কোন অসুবিধা না হয় এবং বোর্ড পরীক্ষার জন্য তারা যাতে ভালোভাবে প্রস্তুতি নিতে পারে তার জন্যই রাজ্য সরকারের এরূপ উদ্যোগ।

🔥 আরও পড়ুন:

Holiday List: সেপ্টেম্বরে একটানা স্কুল-কলেজ, অফিস ছুটি থাকবে, ছুটির তালিকা দেখে নিন

🔥 আরও পড়ুন:

👉 LPG Price: এবার রান্নার গ্যাস আরো কম দামে কিনতে পারবেন, এই পদ্ধতিতে বুক করুন

🔥 আরও পড়ুন:

👉 ৫ লক্ষ টাকা দেওয়া হবে এই প্রকল্পে, মিলবে প্রচুর ভর্তুকিও, আবেদনের পদ্ধতি জেনে নিন

কারা এই প্রকল্পের সুবিধা পাবে?

এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র তাদেরই প্রদান করা হবে যারা পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত স্কুল বা মাদ্রাসায় দ্বাদশ শ্রেণীতে অধ্যায়নরত রয়েছে। তবে এই মূল শর্তের সঙ্গে সঙ্গে আরো কিছু শর্ত রয়েছে সেগুলি হল আবেদনকারী পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় দুই লক্ষ টাকার নিচে হতে হবে।

কীভাবে আবেদন করবেন?

তরুণের স্বপ্ন প্রকল্পে আবেদন করতে হলে কোন অনলাইন মাধ্যমে আবেদন করার প্রয়োজন নেই। যোগ্য শিক্ষার্থীদের বিবরণ সংশ্লিষ্ট স্কুলগুলি যাচাই-বাছাইয়ের জন্য বিভাগে প্রেরণ করবে। সেক্ষেত্রে পড়ুয়াদের স্কুল থেকেই একটি ফর্ম প্রদর্শন করা হবে এবং সেই ফর্মটি সঠিকভাবে ফিলাপ করলে নির্দিষ্ট সময়ে সরকার থেকে তাদের একাউন্টে ১০ হাজার টাকা ট্রান্সফার করা হবে।

government of west bengal will pay 10,000 to students' accounts in September

সরকারী হিসেব অনুযায়ী, পশ্চিমবঙ্গ তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত প্রায় ৮ লক্ষেরও বেশি পড়ুয়া বিনামূল্যে স্মার্টফোন / ট্যাবলেট / পিসির সুবিধা পেয়েছে। রাজ্য সরকার প্রচলিত এই প্রকল্পের দ্বারা আগামী দিনে যে আরো বিপুল সংখ্যক শিক্ষার্থী উপকৃত হবে সেকথা নিঃসন্দেহে বলা যায়।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 মাধ্যমিক পাশেই ৯৮,০০০ শূন্য পদে ডাক বিভাগে চাকরির সুযোগ | India Post office Recruitment 2023

👉 এবার ডেবিট কার্ড ছাড়াই মোবাইলের মাধ্যমে ATM থেকে টাকা তুলতে পারবেন, পদ্ধতি জেনে নিন

👉 Railways Rules: এবার থেকে অর্ধেক ভাড়ায় ভ্রমণ করুন ভারতীয় রেলে, কেন্দ্র সরকারে বড় উপহার দিল দেশবাসীর জন্য

👉৩,০০০ টাকা প্রতি মাসে পাবেন মাত্র ২ টাকা জমা করলে, কেন্দ্র সরকারের এই স্কিমটি জেনে নিন (Central Government Scheme)

👉 Aadhaar Card: বড় আপডেট আধার কার্ড গ্রাহকদের জন্য, জারি হলো নির্দেশিকা

👉 ১৬ লাখের বেশি রিটার্ন পান পোস্ট অফিসে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগে করে

Leave a Comment