LPG Price: এবার রান্নার গ্যাস আরো কম দামে কিনতে পারবেন, এই পদ্ধতিতে বুক করুন

(১/৭) মধ্যবিত্তদের জন্য সুসংবাদ। গত বুধবার থেকে সারাদেশে রান্নার গ্যাসের দাম কমেছে। কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। সরকারের সিদ্ধান্ত মতে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমেছে।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

(২/৭) তবে উজ্জ্বলা যোজনার অন্তর্গত গ্যাস সিলিন্ডার আগে থেকেই ২০০ টাকা কম দামে পাওয়া যেত। কিন্তু সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সিলিন্ডার এখন ৪০০ টাকা কম দামে পাওয়া যাচ্ছে। লোকসভা ভোটের পূর্বে কেন্দ্রীয় সরকারের এরূপ সিদ্ধান্ত সাধারণ মানুষের মধ্যে খুশির হাওয়া বয়ে এনেছে।

(৩/৭) গ্যাস বুকিং করার ক্ষেত্রে মানুষ বিভিন্ন উপায় অবলম্বন করে থাকেন। যেমন অনেকে রান্নার গ্যাসের প্রোভাইডার কোম্পানির নাম্বারে ফোন করে গ্যাস বুকিং করেন, আবার অনেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমেও গ্যাস বুকিং করেন। এভাবে গ্যাস বুকিং করে তারা নির্ধারিত দাম অনুযায়ী গ্যাস সিলিন্ডার কিনে থাকেন। এক্ষেত্রে কোন ছাড় পাওয়া যায় না।

🔥 আরও পড়ুন:

👉 Petrol Diesel Price: এবার রান্নার গ্যাসের পর সস্তা হল পেট্রোল-ডিজেল, এই শহরগুলিতে দাম কমল

🔥 আরও পড়ুন:

👉 ফ্রি-তে ৭৫ লাখ পরিবারকে LPG সংযোগ দেবে কেন্দ্র, কারা পাবেন? জেনে নিন

🔥 আরও পড়ুন:

👉 ৫ লক্ষ টাকা দেওয়া হবে এই প্রকল্পে, মিলবে প্রচুর ভর্তুকিও, আবেদনের পদ্ধতি জেনে নিন

(৪/৭) তবে উপরের পদ্ধতি ছাড়াও আপনি অন্য পদ্ধতি অবলম্বন করে গ্যাস বুক করতে পারেন। এতে আপনার দামে কিছু সাশ্রয়ও পাওয়া যেতে পারে। আপনি যদি অনলাইনে গ্যাস বুকিং করেন তাহলে সেক্ষেত্রে দাম অনেক কম পড়ে। কারণ অনলাইন প্লাটফর্মে গ্যাস বুক করার জন্য গ্রাহকদের অনেক ছাড় দেওয়া হয়।

(৫/৭) আর এই ছাড় অনেক সময় ৫% থেকে ২০% অব্দি পাওয়া যায়। অর্থাৎ এই উপায় অবলম্বন করলে আপনি ১০০০ টাকার কম দামে গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন। আপনার যদি ভারত গ্যাসের কানেকশন থাকে, তাহলে ভারত গ্যাসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনি নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে গ্যাস সিলিন্ডার বুক করতে পারেন।

(৬/৭) আবার আপনি যদি Paytm করেন, তাহলে এই এপ্লিকেশনের ভেতরেই অনায়াসে গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। তবে গ্যাস সিলিন্ডার বুক করার জন্য প্রতি ক্ষেত্রেই আপনার গ্যাস কানেকশনের কনজিউমার নাম্বার বা নিবন্ধিত মোবাইল নম্বর দিতে হবে।

Now you can buy lpg gas at a lower price, book this way

(৭/৭) রান্নার গ্যাস সিলিন্ডার বুক করার ক্ষেত্রে আপনি যদি উপরের পদ্ধতি অবলম্বন করেন তাহলে সেক্ষেত্রে আপনি বিশেষভাবে লাভবান হবেন সঙ্গে অনেক টাকা পর্যন্ত সাশ্রয়ও করতে পারবেন।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 মাধ্যমিক পাশেই ৯৮,০০০ শূন্য পদে ডাক বিভাগে চাকরির সুযোগ | India Post office Recruitment 2023

👉 এবার ডেবিট কার্ড ছাড়াই মোবাইলের মাধ্যমে ATM থেকে টাকা তুলতে পারবেন, পদ্ধতি জেনে নিন

👉 Railways Rules: এবার থেকে অর্ধেক ভাড়ায় ভ্রমণ করুন ভারতীয় রেলে, কেন্দ্র সরকারে বড় উপহার দিল দেশবাসীর জন্য

👉৩,০০০ টাকা প্রতি মাসে পাবেন মাত্র ২ টাকা জমা করলে, কেন্দ্র সরকারের এই স্কিমটি জেনে নিন (Central Government Scheme)

👉 Aadhaar Card: বড় আপডেট আধার কার্ড গ্রাহকদের জন্য, জারি হলো নির্দেশিকা

👉 ১৬ লাখের বেশি রিটার্ন পান পোস্ট অফিসে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগে করে

Leave a Comment