(১/৮) আপনি কী কোন ব্যবসা করার কথা ভাবছেন? কিন্তু কোন ব্যবসা করবেন সেটা ভেবে উঠতে পারছেন না? তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্যই। আজকে আমরা আপনাকে এমন একটি বিজনেস আইডিয়া সম্পর্কে জানাবো যেটি ফলো করলে আপনি মাসে লাখ টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন। তাহলে চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
(২/৮) বর্তমান সময়ের মানুষ সৌখিনতা বেশি পছন্দ করে। তাই ছোটখাট কোন অনুষ্ঠান হলেই ডেকোরেশন (Decoration) করে থাকে। ফুল ছাড়া বিভিন্ন জিনিসপত্র দিয়ে ডেকোরেশন এর কাজ করা হয়। বিয়ে-শাদী ছাড়াও সারা বছরই কোন না কোন অনুষ্ঠান লেগেই থাকে। ফলে সারা বছরই এ ধরনের কাজগুলোর চাহিদা রয়েছে।
(৩/৮) ডেকোরেশন এর কাজ করে আপনি যে মোটা অংকের টাকা আয় করতে পারবেন এই বিষয়ে আর কোন সন্দেহ নেই। এই ব্যবসা শুরু করতে গেলে খুব বেশি পুঁজির প্রয়োজন হয় না। মাত্র ৫ হাজার টাকা বিনিয়োগ করলেই আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন।
🔥 আরও পড়ুন:
👉 Petrol Diesel Price: এবার রান্নার গ্যাসের পর সস্তা হল পেট্রোল-ডিজেল, এই শহরগুলিতে দাম কমল
🔥 আরও পড়ুন:
👉 ফ্রি-তে ৭৫ লাখ পরিবারকে LPG সংযোগ দেবে কেন্দ্র, কারা পাবেন? জেনে নিন
🔥 আরও পড়ুন:
👉 ৫ লক্ষ টাকা দেওয়া হবে এই প্রকল্পে, মিলবে প্রচুর ভর্তুকিও, আবেদনের পদ্ধতি জেনে নিন
(৪/৮) তবে এই ব্যবসার জন্য প্রথম দিন থেকেই নিশ্চিত একটা ক্লায়েন্ট ধরতে হবে। এছাড়াও আপনি চাইলে বেশ কয়েকটি হোটেল কিংবা অনুষ্ঠান বাড়ির সঙ্গে যোগাযোগ করেও এই ব্যবসাটি শুরু করতে পারেন। এছাড়াও এই ব্যবসার সাইনবোর্ড লাগিয়ে ব্যবসা শুরু করতে পারেন। প্রয়োজনে আপনি একটি ওয়েবসাইটও খুলতে পারেন।
(৫/৮) স্বল্প জিনিসপত্রের মাধ্যমে এ ব্যবসা শুরু করা যাবে। এর জন্য বিভিন্ন রঙের ফুল-পাতা, এলইডি লাইট, ট্রি লাইট সহ একাধিক জিনিস ব্যবহার করা হচ্ছে সাজাতে। তবে এক্ষেত্রে যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হল ডিজাইন।
(৬/৮) বাজার চলতি অন্যান্য কোন ডিজাইনগুলি ব্যবহার করা হচ্ছে সেদিকে আপনাকে খেয়াল করতে হবে এবং সেই অনুযায়ী আপনার ডেকোরেশন এর কাজ চালাতে হবে। ডেকোরেশনের জন্য আপনি নকল ফুল, পাতা, আলো এগুলো ব্যবহার করতে পারেন। এই সমস্ত জিনিস যেকোন পাইকারি মার্কেটে পেয়ে যাবেন।
(৭/৮) আপনি যদি এই ব্যবসাটি শুরু করেন তাহলে আপনার কাজের অভাব হবে না। কারণ এই কাজের চাহিদা রয়েছে সারা বছর। বিয়ের মরশুমে ভালো ইনকাম করতে পারবেন এর থেকে দৈনিক ২০ থেকে ৩০ হাজার টাকাও রোজগার করা যায়।
(৮/৮) আর এই থেকে মাসে লাখ টাকা অব্দি ইনকাম করতে পারেন। এই ব্যবসার আরো একটি ভালো দিক হলো এই ব্যবসার জন্য সর্বাধিক টাইম বিনিয়োগ করতে হয় না। এই ব্যবসার ফাঁকে আপনি অন্য কোন কাজও করতে পারেন।
Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 মাধ্যমিক পাশেই ৯৮,০০০ শূন্য পদে ডাক বিভাগে চাকরির সুযোগ | India Post office Recruitment 2023
👉 এবার ডেবিট কার্ড ছাড়াই মোবাইলের মাধ্যমে ATM থেকে টাকা তুলতে পারবেন, পদ্ধতি জেনে নিন
👉৩,০০০ টাকা প্রতি মাসে পাবেন মাত্র ২ টাকা জমা করলে, কেন্দ্র সরকারের এই স্কিমটি জেনে নিন (Central Government Scheme)
👉 Aadhaar Card: বড় আপডেট আধার কার্ড গ্রাহকদের জন্য, জারি হলো নির্দেশিকা
👉 ১৬ লাখের বেশি রিটার্ন পান পোস্ট অফিসে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগে করে