যাতায়াতের ক্ষেত্রে সবচেয়ে সহজ ও নিরাপদ মাধ্যম হলো রেল (Indian Railway)। আমাদের দেশে প্রতিদিন প্রায় লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করে থাকেন। জীবিকার তাগিদে যাতায়াতের ক্ষেত্রে মানুষের একমাত্র মাধ্যম হলো ট্রেন। সরকার সাধারণ মানুষের কথা ভেবে প্রায়শই রেল পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে থাকেন।
তবে অধিকাংশ মানুষ ট্রেনে যাতায়াত করে থাকলেও এর নিয়ম কানুন সম্পর্কে সবাই অবগত নয়। ভারতীয় রেলের একটি নিয়ম রয়েছে, যার সাহায্যে আপনি অর্ধেক ভাড়ায় ভ্রমণ করতে পারবেন। নিম্নে এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
আজকের এই প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো যে এই সুবিধাটি কাদের জন্য উপলব্ধ। ভারতীয় রেলের পক্ষ থেকে বিভিন্ন রোগীদের জন্য ক্রিকেট সংরক্ষণের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়ে থাকে। তবে এটা শুধুমাত্র টিকিট সংরক্ষণ সবার জন্য নয়, এটি ভাড়ার ক্ষেত্রেও প্রযোজ্য।
🔥 আরও পড়ুন:
👉 খুশির খবর! ২ বছরের বেতন সহ ছুটির সিদ্ধান্ত সরকারের, জানুন বিস্তারিত
🔥 আরও পড়ুন:
👉৩,০০০ টাকা প্রতি মাসে পাবেন মাত্র ২ টাকা জমা করলে, কেন্দ্র সরকারের এই স্কিমটি জেনে নিন (Central Government Scheme)
🔥 আরও পড়ুন:
👉 বড় খবর রেশন কার্ড নিয়ে! ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেরে ফেলুন এই কাজ, নইলে এই সুবিধা আর পাবেন না
রেল সরকারের এই নিয়মটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য তা নিয়ে নিম্নে বলা হলো-
ক্যান্সার রোগী এবং একজন সহযাত্রী
ভারতীয় রেলে যদি কোন ক্যান্সার রোগী ভ্রমণ করেন তাহলে সে ক্ষেত্রে তিনি স্লিপার কোচ এবং 3A কোচে সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। শুধু তাই নয় এর সঙ্গে সঙ্গে 1A এবং 2A কোচে ৭৫ শতাংশ কম ভাড়ায় ভ্রমণ করতে পারবেন।
ডায়ালাইসিস বা হার্ট সার্জারির জন্য ভ্রমণ করা রোগী এবং একজন সহযাত্রী
ভারতীয় রেলে যদি এমন কেউ যাত্রা করে থাকে যে হার্ট সার্জারি করার জন্য ভ্রমন করছে তাহলে রেল সরকার তার জন্য এই সুবিধাটি প্রদান করবে। তবে সেক্ষেত্রে স্লিপার এবং 3A কোচের জন্য ৭৫ শতাংশ ভাড়া মুকুব করে ভারতীয় রেল। শুধু তাই নয় এর পাশাপাশি 1A এবং 2A কোচে ৫০ শতাংশ কম ভাড়ায় ভ্রমণ করতে পারবেন।
হিমোফিলিয়া রোগী এবং তার সহযাত্রী
ভারতীয় রেলে হিমোফিলিয়া রোগী এবং তার সহজ যাত্রী গ্রহণ করলে এই সুবিধাটি গ্রহণ করতে পারবে। স্লিপার, প্রথম, এসি-3 টিয়ার এবং এসি চেয়ারের ক্ষেত্রে তাদের ৭৫ শতাংশ ছাড় দেওয়া হয়ে থাকে। তবে উপরে উক্ত যাত্রীরা ছাড়াও অ-সংক্রামিত কুষ্ঠ রোগী ও AIDS রোগীরাও ভারতীয় রেলের এই বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন।
টেকনোলজির লেটৈস্ট আপডেট জানতে follow করুন- Technology Barta
Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 Aadhaar Card: বড় আপডেট আধার কার্ড গ্রাহকদের জন্য, জারি হলো নির্দেশিকা
👉 ১৬ লাখের বেশি রিটার্ন পান পোস্ট অফিসে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগে করে
👉 রেশন কার্ড আছে? তাহলে বাড়িতে বসেই পাবেন এই সুবিধাগুলি! বড় উদ্যোগ রাজ্য সরকারের
👉 Jio ধামাকা অফার, এবার এক রিচার্জেই বিনামূল্যে মিলবে এইসব সুবিধা
👉 পশ্চিমবঙ্গে আবার ছুটি ঘোষণা, কবে, কাদের ছুটি? জেনে নিন
👉 RBI-এর শস্তির মুখে পড়ল বাংলার ২ ব্যাঙ্ক, সেখানে আপনার টাকা নেই তো?