Income Tax: আয়কর দপ্তর বদলে দিল এই নিয়ম, ১ সেপ্টেম্বর থেকে লাখ লাখ কর্মচারীর বেতন বাড়বে

(১/১০) আয়কর বিভাগ (Income Tax Department) একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। আর এই নিয়মের ফলে স্বস্তি পেয়েছে লক্ষাধিক বেতনভোগী করদাতা এবং সরকারি কর্মচারীরা। আয়কর বিভাগের এই বিজ্ঞপ্তিতে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) রেন্ট ফ্রি হোম সম্পর্কিত নিয়মে কিছু পরিবর্তন করা হয়েছে।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

(২/১০) বিজ্ঞপ্তিতে জারি করা নতুন এই নিয়m কার্যকর হওয়ার পরে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি পাবে। আর সিভিডিটি কর্মচারীদের দেওয়া রেন্ট ফ্রি হোম সম্পর্কিত নতুন নিয়মগুলি আগামী মাস থেকে কার্যকর করা হবে।

(৩/১০) কর্মচারীরা আরও সঞ্চয় করতে সক্ষম হবেন এরই সঙ্গে সঙ্গে কর্মচারীদের ভাড়া ছাড়া থাকার জন্য যে সুযোগ সুবিধা প্রদান করা হয়ে থাকে সেগুলোর ক্ষেত্রেও কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে।

🔥 আরও পড়ুন:

👉 শূন্য পদ ৮০৬ টি: প্রাইমারীতে নয়া পদ্ধতিতে নিয়োগ, গুরুত্ব দেওয়া হচ্ছে যোগ্যতায়

🔥 আরও পড়ুন:

👉 খুশির খবর! ২ বছরের বেতন সহ ছুটির সিদ্ধান্ত সরকারের, জানুন বিস্তারিত

🔥 আরও পড়ুন:

👉 Railways Rules: এবার থেকে অর্ধেক ভাড়ায় ভ্রমণ করুন ভারতীয় রেলে, কেন্দ্র সরকারে বড় উপহার দিল দেশবাসীর জন্য

(৪/১০) নিয়োগ কর্তারা যে সমস্ত কর্মচারীদের ক্ষেত্রে রেন্ট ফ্রি বাড়ির সুবিধা দিয়েছেন তারা এখন আগের চেয়ে অনেক বেশি সঞ্চয় করতে পারবেন। তাদের বেতন বাড়াবে বলে জানিয়েছে। আর নতুন এই নিয়ম কার্যকর করা হবে আগামী ১ সেপ্টেম্বর, ২০২৩ থেকে।

(৫/১০) কেন্দ্রীয় এবং রাজ্যের সরকারী কর্মচারীদের ক্ষেত্রে যেখানে আনফারনিশড বাসস্থানের ব্যবস্থা করা হয়, সেখানে তাদের ওপর নিয়োগকর্তার মালিকানা নির্ভর করে। নতুন এই নিয়ম কার্যকর হওয়ার পর ভ্যালুয়েশনে অনেক পরিবর্তন আসবে।

(৬/১০) প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, ৪০ লাখের বেশি জনসংখ্যা-সহ শহরে বেতনের পরিমাণ ছিল ১০ শতাংশ। আর তার পূর্বে, ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী যে সমস্ত শহরগুলিতে জনসংখ্যার পরিমাণ ২.৫ মিলিয়ন সেখানে শহরের বেতনের পরিমাণ ছিল ১৫ শতাংশ

(৭/১০) আবার ২০১১ সালের আদমশুমারি অনুসারে, জনসংখ্যা ৪০ লাখের কম কিন্তু ১৫ লাখের বেশি শহরে বেতনের ৭.৫ শতাংশের সমান। আর ২০০১ সালের জনসংখ্যার ভিত্তিতে ১০ থেকে ২৫ লাখ জনসংখ্যার শহরগুলিতে ১০ শতাংশের সমান ছিল।

(৮/১০) সেই অনুযায়ী হিসেব করে বলা যায় যে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মচারীদের বেতন বাড়বে। কর্মচারীরা কীভাবে উপকৃত হবে? অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মচারীদের সুবিধা কি অর্থাৎ এদের বেতন কিভাবে বাড়তে পারে?

(৯/১০) ধরা যাক একজন কর্মচারী নিয়োগ অর্ডার দেওয়া একটি বাড়িতে বসবাস করছেন। এক্ষেত্রে বসবাসের রেট কমে যাওয়ার কারণে তার মোট বেতন থেকে কম টাকা কাটা হবে যার কারণে কর্মচারীদের বেতন বেড়ে যাবে।

Income tax rules changed, salaries of millions of employees will increase from September 1

(১০/১০) এর থেকে বিশেষজ্ঞরা অনেকেই মনে করেছেন যে এই নতুন নিয়মের ফলে কর্মচারীদের সঞ্চয় যেমন বাড়বে তেমন অপরদিকে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ কমবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান হবেন যারা উচ্চ আয়ের কর্মচারী রয়েছেন তারা।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉৩,০০০ টাকা প্রতি মাসে পাবেন মাত্র ২ টাকা জমা করলে, কেন্দ্র সরকারের এই স্কিমটি জেনে নিন (Central Government Scheme)

👉 Aadhaar Card: বড় আপডেট আধার কার্ড গ্রাহকদের জন্য, জারি হলো নির্দেশিকা

👉 ১৬ লাখের বেশি রিটার্ন পান পোস্ট অফিসে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগে করে

👉 রেশন কার্ড আছে? তাহলে বাড়িতে বসেই পাবেন এই সুবিধাগুলি! বড় উদ্যোগ রাজ্য সরকারের

👉 Jio ধামাকা অফার, এবার এক রিচার্জেই বিনামূল্যে মিলবে এইসব সুবিধা

👉 পশ্চিমবঙ্গে আবার ছুটি ঘোষণা, কবে, কাদের ছুটি? জেনে নিন

👉 RBI-এর শস্তির মুখে পড়ল বাংলার ২ ব্যাঙ্ক, সেখানে আপনার টাকা নেই তো?

Leave a Comment