সরকার সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন প্রকার জনকল্যাণমূলক প্রকল্পের অবতারণা করে থাকেন। এক্ষেত্রে শুধু রাজ্য সরকারই নয় কেন্দ্র সরকারও (Government of India) সাধারণ মানুষকে বিভিন্ন পরিষেবা দিয়ে থাকে।
সরকার সম্প্রতি নতুন প্রকল্পের সূচনা করেছে। প্রকল্পের বিবরণ কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রচলিত এই প্রকল্প টির নাম হল প্রধানমন্ত্রী শ্রম যোগি মনধন যোজনা (PMSYMY)। এই প্রকল্পের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো যদি পেনশনধারী ব্যাক্তির সময়ের আগে মৃত্যু হয়ে যায় তবে তার স্ত্রী এর ৫০ শতাংশ টাকা পাবে।
সরকারের এই প্রকল্পের মাধ্যমে আপনি যদি ২ টাকা করে জমা করেন তাহলে প্রতি মাসে ৩০০০ টাকা আপনাকে সরকার দেবে। বর্তমানে দেশের লক্ষ লক্ষ মানুষ এই সুবিধা পেয়ে চলেছে। নিম্নে এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে?
- এ প্রকল্পে আবেদনকারী অবশ্যই ভারতের নাগরিক হবে।
- এ প্রকল্পটি হল সাধারণ গরিব খেটে খাওয়া মানুষদের জন্য।
- যাদের পরিবারের মাসিক আয় ১৫ হাজার বা তার কম তারা এই প্রকল্পে আবেদন করতে পারবে।
🔥 আরও পড়ুন:
👉 WhatsApp: স্ক্রিনশট তুললে কি হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন পাঠায়? জেনে নিন
🔥 আরও পড়ুন:
👉 Jio-র বড় ধামাকা! দিতে হবে না এক টাকাও; এক মাস ধরে চলবে ফ্রি কলিং, সঙ্গে ডেটাও
🔥 আরও পড়ুন:
👉 ১০০০ টাকা করে পাবেন এই নতুন প্রকল্পে, আবেদন করুন দুয়ারে সরকারে
বয়স সীমা
এ প্রকল্প আবেদন করতে গেলে আবেদন করার বয়স ন্যূনতম ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
কী কী ডকুমেন্টস লাগবে?
এই প্রকল্পে আবেদন করতে হলে শুধুমাত্র দুটি ডকুমেন্টস লাগবে সেটি হল আধার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তবে এই দুটি ডকুমেন্টস এর পাশাপাশি আবেদনকারী ব্যক্তির আয়ের প্রমাণপত্রও লাগতে পারে।
প্রকল্পের নিয়মবিধি
এক্ষেত্রে কোন ব্যক্তি যদি ১৮ বছর বয়সে এই প্রকল্পে বিনিয়োগ করতে ইচ্ছুক হয় তাহলে তাকে মাসিক ৫৫ টাকা বা দৈনিক ২ টাকার ও কম জমা করতে হবে। আবার যদি কোন ব্যক্তি ২৯ বছর বয়সেই প্রকল্পে আবেদন করা শুরু করে তাহলে তাকে মাসিক ১০০ টাকা বিনিয়োগ করতে হবে।
আবার যদি কোন ব্যক্তি ৪০ বছর বয়সে এ প্রকল্পে বিনিয়োগ করতে ইচ্ছুক করেন তাহলে তাকে মাসে ২০০ টাকা করে বিনিয়োগ করতে হবে। আবার ৬০ বছর বয়স থেকে কোনো আবেদনকারী যদি এই প্রকল্পে বিনিয়োগ করতে শুরু করে তাহলে তাকে মাসিক ৩০০০ টাকা বিনিয়োগ করতে হবে আর যদি সেই আবেদনকারী ব্যক্তি অঘটনের ফলে মৃত্যুবরণ করেন তাহলে তার স্ত্রী এর ৫০ শতাংশ টাকা সুবিধা পাবেন।
এই প্রকল্পের ব্যাপারে আপনি যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে প্রধানমন্ত্রী শ্রম যোগি মনধন যোজনার (PMSYMY) মূল অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 Aadhaar Card: বড় আপডেট আধার কার্ড গ্রাহকদের জন্য, জারি হলো নির্দেশিকা
👉 এবার ফ্রিতেই ভ্রমণ করতে পারবেন বন্দে ভারতে, লাগবে না একটাও! কাদের জন্য এই সুবিধা?
👉 ১৬ লাখের বেশি রিটার্ন পান পোস্ট অফিসে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগে করে
👉 রেশন কার্ড আছে? তাহলে বাড়িতে বসেই পাবেন এই সুবিধাগুলি! বড় উদ্যোগ রাজ্য সরকারের
👉 Jio ধামাকা অফার, এবার এক রিচার্জেই বিনামূল্যে মিলবে এইসব সুবিধা
👉 পশ্চিমবঙ্গে আবার ছুটি ঘোষণা, কবে, কাদের ছুটি? জেনে নিন
👉 RBI-এর শস্তির মুখে পড়ল বাংলার ২ ব্যাঙ্ক, সেখানে আপনার টাকা নেই তো?
👉 ছাত্র-ছাত্রীদের Laptop দিচ্ছে Jio! দিচ্ছে কোডিং শেখার সুবিধাও, কিভাবে পাবেন জেনে নিন