Breaking News: ২৫ জনের চাকরি বাতিল করলো কলকাতা হাই কোর্ট, সমস্যায় পড়বেন বহু

(১/৭) বীরভূম জেলার অক্সলারি ফায়ার অপারেটর পদের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এই পদে ২৫ জনকে বেআইনিভাবে নিয়োগের অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। এই মামলা চলছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

(২/৭) মামলা রায় হিসেবে বিচারপতি গত বৃহস্পতিবার ওই ২৫ জনের নিয়োগ বাতিল করেছেন। তবে আদালত থেকে এই ২৫ জনকে চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হলে বিপদে পড়তে পারেন আরো অনেকেই। আদালতের এই নির্দেশে অনেকের চাকরি ভবিষ্যতে প্রশ্নের মুখে রয়েছে।

(৩/৭) এই বিষয়ে আইনজীবীদের একাংশ মন্তব্য করেছেন যে ২০১৭ সালে রাজ্য সরকার ১৫০০ অক্সিলারি ফায়ার অপারেটর পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। এখন সেই নিয়োগের ব্যাপারেও সমস্ত চাকরি নিয়ে প্রশ্ন উঠে আসছে।

🔥 আরও পড়ুন:

👉 নগদ ২৮ লাখ টাকা পাবার বিশাল সুযোগ ডাকঘর থেকে, কি ভাবে পাবেন? জেনে নিন

🔥 আরও পড়ুন:

👉 সেপ্টেম্বরে ১০ হাজার করে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা দেবে সরকার! এরা পাবেন বিশেষ সুবিধা]

🔥 আরও পড়ুন:

👉 ৫ লক্ষ টাকা দেওয়া হবে এই প্রকল্পে, মিলবে প্রচুর ভর্তুকিও, আবেদনের পদ্ধতি জেনে নিন

(৪/৭) গত বৃহস্পতিবার এই রায় ঘোষণার পর বিচারপতি বসাক সরকারি আইনজীবীদের এই ব্যাপারে স্পষ্ট করে জানিয়ে দেন যে আদালতের পক্ষ থেকে এই নির্দেশ বীরভূমের মামলার ক্ষেত্রে দেওয়া হলেও আর অন্য কোন জেলায় এমন পদে নিয়োগ হয়ে থাকলে সেসব বিষয়ে রাজ্য সিদ্ধান্ত নেবে।

(৫/৭) প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালে রাজ্য সরকার ১৫০০ জনকে অক্সিলারি ফায়ার অপারেটর পদে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছিল এই নিয়ে উচ্চ আদালতের কয়েকজন আইনজীবী মনে করেছেন যে সম্প্রতি দেওয়া আদালতের নির্দেশের ফলে বাকিদের চাকরির ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়তে পারে।

(৬/৭) তবে আদালত এই ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দমকল হলো একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র, যদিও এতে কর্মী নিয়োগ হয় পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে তবে সেখানে এমন অস্থায়ী নিয়োগ যথাযথ নয়।

 Calcutta High today Court canceled the jobs of 25 people

(৭/৭) এই বিষয়টি ন্যায় বিচারের পরিপন্থী বলে জানিয়েছেন আদালত। তবে অক্সিলারি ফায়ার অপারেটর পদে নিয়োগের ব্যাপারে ভবিষ্যতে আরো কঠিন সিদ্ধান্ত আসতে পারে আদালতের পক্ষ থেকে বলে মনে করছে সবাই।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 মাধ্যমিক পাশেই ৯৮,০০০ শূন্য পদে ডাক বিভাগে চাকরির সুযোগ | India Post office Recruitment 2023

👉 এবার ডেবিট কার্ড ছাড়াই মোবাইলের মাধ্যমে ATM থেকে টাকা তুলতে পারবেন, পদ্ধতি জেনে নিন

👉 Railways Rules: এবার থেকে অর্ধেক ভাড়ায় ভ্রমণ করুন ভারতীয় রেলে, কেন্দ্র সরকারে বড় উপহার দিল দেশবাসীর জন্য

👉৩,০০০ টাকা প্রতি মাসে পাবেন মাত্র ২ টাকা জমা করলে, কেন্দ্র সরকারের এই স্কিমটি জেনে নিন (Central Government Scheme)

Leave a Comment