7th Pay Commission: বড় ঘোষণা বেতন বৃদ্ধি নিয়ে, DA কখন ও কত বাড়বে? জেনে নিন

(১/৮) কেন্দ্রীয় সরকারের (Government of India) তরফ থেকে কর্মচারীদের জন্য সুখবর। আমাদের দেশে প্রায় এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী রয়েছেন এছাড়াও রয়েছেন আরো অনেক পেনশনভোগী।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

(২/৮) সরকারের তরফ থেকে পূর্বের তুলনায় মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি করা হবে বলে জানা গেছে। সরকারি কর্মচারীরা এই দিনটির জন্য বহুদিন ধরে অপেক্ষা করে চলেছিল এবং নিজেদের দাবি পূরণ করার জন্য প্রতিনিয়ত আন্দোলন ও অনশন করে চলেছিল। আর অবশেষে তাদের দাবি পূরণ হলো।

(৩/৮) সরকার ঘোষণা করেছে যে, আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে সরকার তার কর্মচারী ও পেনশনভোগীদের একটি বড় উপহার দিতে পারে। কেন্দ্রীয় সরকার বছরে দুইবার মহার্ঘ ভাতা (Dearness Allowance) এবং প্রবীণ নাগরিকদের মহার্ঘ ত্রাণ সংশোধন করে থাকে। প্রথমটি জানুয়ারি মাসে এবং দ্বিতীয়টি জুলাই মাসে কার্যকর করা হয়ে থাকে।

🔥 আরও পড়ুন:

👉 Railways Rules: এবার থেকে অর্ধেক ভাড়ায় ভ্রমণ করুন ভারতীয় রেলে, কেন্দ্র সরকারে বড় উপহার দিল দেশবাসীর জন্য

🔥 আরও পড়ুন:

👉৩,০০০ টাকা প্রতি মাসে পাবেন মাত্র ২ টাকা জমা করলে, কেন্দ্র সরকারের এই স্কিমটি জেনে নিন (Central Government Scheme)

🔥 আরও পড়ুন:

👉 বড় খবর রেশন কার্ড নিয়ে! ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেরে ফেলুন এই কাজ, নইলে এই সুবিধা আর পাবেন না

(৪/৮) এর পূর্বে মহার্ঘ ভাতার (DA) সর্বশেষ সংশোধ করা হয়েছিল হোলির আগে অর্থাৎ ২৪ মার্চ ২০২৩। আর এটি কার্যকর হয়েছিল ১ জানুয়ারী ২০২৩ থেকে। এই সময়ে কেন্দ্রীয় সরকার ৪% মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি করেছিল। ৩৮ শতাংশ থেকে ডিএ-এর পরিমাণ বাড়িয়ে ৪২ শতাংশ করা হয়েছিল।

(৫/৮) আর সেই নিয়ম অনুসারে বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা ৪২ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। তবে বর্তমানে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভগীরা দ্বিতীয় মহার্ঘ্য ভাতা বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন।

(৬/৮) সূত্রের খবর অনুযায়ী জানা গেছে যে, কেন্দ্রীয় সরকার আগামী সেপ্টেম্বর মাসে মহার্ঘ ভাতা বৃদ্ধি করতে পারে। এবারের ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি করা হবে।

(৭/৮) AICPI সূচক অনুযায়ী কেন্দ্রীয় সরকারের মহার্ঘ ভাতা বৃদ্ধি করার অন্যতম প্রধান কারণ হলো, কর্মীদের উপরে মূল্যবৃদ্ধির বোঝা কমানো এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। সে কারণেই কেন্দ্রীয় সরকার কর্মীদের মহার্ঘ ভাতা দিয়ে থাকে।

7th Pay Commission The big announcement is about the salary increase

(৮/৮) শ্রম মন্ত্রক কর্তৃক প্রকাশিত AICPI সূচকের তথ্য অনুযায়ী সরকার প্রতি বছরে দুইবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে থাকে। তবে এই মহার্ঘ ভাতা গণনা করার জন্য একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে আর এই নিয়মটি মূলত কেন্দ্রীয় সরকারের কর্মীদের বেতনের উপর নির্ভর করে ঠিক করা হয়।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 HS Exam: উচ্চ মাধ্যমিকে সেমেস্টার সিস্টেম! নিয়ম নিয়ে এবার কেন্দ্রের সঙ্গে সংঘাত, রাজ্য কী নিয়ম চাইছে?

👉 Aadhaar Card: বড় আপডেট আধার কার্ড গ্রাহকদের জন্য, জারি হলো নির্দেশিকা

👉 ১৬ লাখের বেশি রিটার্ন পান পোস্ট অফিসে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগে করে

👉 রেশন কার্ড আছে? তাহলে বাড়িতে বসেই পাবেন এই সুবিধাগুলি! বড় উদ্যোগ রাজ্য সরকারের

👉 Jio ধামাকা অফার, এবার এক রিচার্জেই বিনামূল্যে মিলবে এইসব সুবিধা

👉 পশ্চিমবঙ্গে আবার ছুটি ঘোষণা, কবে, কাদের ছুটি? জেনে নিন

👉 RBI-এর শস্তির মুখে পড়ল বাংলার ২ ব্যাঙ্ক, সেখানে আপনার টাকা নেই তো?

👉 PM Awas yojana List: ২০২৩-এর আবাস যোজনার ঘরের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে, দেখে নিন আপনার নাম আছে কিনা

Leave a Comment