Holiday: আবার ছুটি ঘোষণা রাজ্যে, কবে, কাদের ছুটি? জেনে নিন

(১/৮) রাজ্যে আবারও স্কুল ছুটির বিজ্ঞপ্তি। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর একটি ছুটির বিজ্ঞপ্তি (Holiday Notice) প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে আগামী ৫ই সেপ্টেম্বর ছুটি থাকবে। অনেকেই হয়তো এই ছুটির ব্যাপারে জানেন না। আজকে এই প্রতিবেদনে আমরা সে বিষয়ে আলোচনা করব। চলুন এই ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বিস্তারিত পড়ার আগে আপনাকে নিচে দেওয়া আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হতে অনুরোধ করছি-

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

(২/৮) চলতি বছরের ১৫-ধুপগুড়ি(SC) এলাকায় বিধানসভা উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে আগামী ৫ সেপ্টেম্বর মঙ্গলবার ছুটি থাকবে। Negotiable Instruments Act, 1881 অনুসারে ধুপগুড়ি বিধানসভা নির্বাচনী এলাকায় উক্ত দিনে সমস্ত সরকারি অফিস ছুটি থাকবে।

(৩/৮) ৫ সেপ্টেম্বর ভোট উপলক্ষে সংশ্লিষ্ট অঞ্চলের অর্থাৎ যে অঞ্চলে ভোট অনুষ্ঠিত হবে সেখানকার সরকারি সংস্থা, কর্পোরেশন, বোর্ড, সরকারি আন্ডারটেকিং সংস্থা, ও স্থানীয় সংস্থা এবং তার সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে।

🔥 আরও পড়ুন:

👉 Jio-র বড় ধামাকা! দিতে হবে না এক টাকাও; এক মাস ধরে চলবে ফ্রি কলিং, সঙ্গে ডেটাও

🔥 আরও পড়ুন:

👉 ১০০০ টাকা করে পাবেন এই নতুন প্রকল্পে, আবেদন করুন দুয়ারে সরকারে

🔥 আরও পড়ুন:

👉 Aadhaar Card: বড় আপডেট আধার কার্ড গ্রাহকদের জন্য, জারি হলো নির্দেশিকা

(৪/৮) ঐদিন জানো সবাই সমবেত ভাবে ভোট দান করতে পারে তার জন্য বিভিন্ন শ্রম বিভাগ দোকান, বাণিজ্যিক ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানগুলিকে উপযুক্ত নির্দেশনা জারি করা থাকবে যেন ঐদিন শ্রমিকদের সমবেত ছুটি ঘোষণা করে। ঐদিন শ্রমিকরা যাতে সহজ ভাবে ভোটদানের অংশগ্রহণ করতে পারে তার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

(৫/৮) তবে সংশ্লিষ্ট এলাকার কোন শ্রমিক যদি বাইরে কাজ করার জন্য গিয়ে থাকে তাহলে সে ক্ষেত্রে তাকে ভোট দানে সফলভাবে অংশগ্রহণ করার জন্য ওই দিন ছুটি দিতে হবে। ঐদিন মানুষ নির্বিশেষে সকলের ভোট দানে অংশগ্রহণ করা একান্ত জরুরী।

(৬/৮) তবে পুনঃভোটের ক্ষেত্রে, সংশ্লিষ্ট এলাকার কর্মচারী/শ্রমিকদের পুনরায় ভোটের তারিখে তাদের ভোট দেওয়ার অনুমতি প্রদান করা হবে। তবে ৫ ই সেপ্টেম্বর ভোট গ্রহণের সঙ্গে সঙ্গে ৪ই সেপ্টেম্বর ছুটি থাকবে।

(৭/৮) ঐদিন সুষ্ঠুভাবে ভোট পরিচালনার উদ্দেশ্যে যে সমস্ত সরকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলি ভোট পরিচালনা করবে সেগুলি বন্ধ থাকবে। তবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া যদি অন্য কোন জায়গায় ভোট গ্রহণের কাজ চলে তাহলে সে ক্ষেত্রে সেই জায়গাটিও ভোটের আগের দিন ছুটি থাকবে।

Holiday declaration again in west bengal, when, whose holiday

(৮/৮) তবে যে এলাকায় ভোট গ্রহণের কাজ চলবে সেটি বাদে অন্যান্য এলাকার অফিস, স্কুল, কলেজ সহ অন্যান্য সমস্ত কিছু খোলা থাকবে। আগামী ৫ ই সেপ্টেম্বর ছুটির বিজ্ঞপ্তিটি শুধুমাত্র বিধানসভা নির্বাচনী এলাকার জন্য প্রযোজ্য।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

👉 এবার ফ্রিতেই ভ্রমণ করতে পারবেন বন্দে ভারতে, লাগবে না একটাও! কাদের জন্য এই সুবিধা?

:👉 ১৬ লাখের বেশি রিটার্ন পান পোস্ট অফিসে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগে করে

👉 রেশন কার্ড আছে? তাহলে বাড়িতে বসেই পাবেন এই সুবিধাগুলি! বড় উদ্যোগ রাজ্য সরকারের

👉 Jio ধামাকা অফার, এবার এক রিচার্জেই বিনামূল্যে মিলবে এইসব সুবিধা

👉 পশ্চিমবঙ্গে আবার ছুটি ঘোষণা, কবে, কাদের ছুটি? জেনে নিন

👉 RBI-এর শস্তির মুখে পড়ল বাংলার ২ ব্যাঙ্ক, সেখানে আপনার টাকা নেই তো?

👉 PM Awas yojana List: ২০২৩-এর আবাস যোজনার ঘরের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে, দেখে নিন আপনার নাম আছে কিনা

👉 ছাত্র-ছাত্রীদের Laptop দিচ্ছে Jio! দিচ্ছে কোডিং শেখার সুবিধাও, কিভাবে পাবেন জেনে নিন

Leave a Comment