Petrol Diesel Price: এবার রান্নার গ্যাসের পর সস্তা হল পেট্রোল-ডিজেল, এই শহরগুলিতে দাম কমল

কেন্দ্রীয় সরকারের (Government of India) নিয়ম অনুসারে গত বুধবার থেকে গ্যাস সিলিন্ডারের নতুন দাম নির্ধারিত হয়েছে। ভর্তুকির নতুন নিয়ম অনুসারে রান্নার গ্যাসের দাম ২০০ টাকা কমেছে। এর পাশাপাশি উজলা যোজনার অন্তর্গত গ্রাহকরা ৪০০ টাকা পর্যন্ত ছাড় পাবে।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

তবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রান্নার গ্যাসের পাশাপাশি আরো একটি সুখবর জানানো হয়েছে। বেশ কিছু শহরে গত বুধবার থেকে পেট্রোল (Petrol), ডিজেলের (Diesel) দাম কমেছে। তেল কোম্পানি গুলির বক্তব্য অনুযায়ী ভারতের বিভিন্ন শহরে জ্বালানির দাম কমেছে। আবার এর সঙ্গে সঙ্গে কিছু জায়গায় দাম বেড়েছেও।

অপরিশোধিত তেলের দামের ক্ষেত্রে, আজ আন্তর্জাতিক বাজারে সবুজে লেনদেন করছে ক্রুড অয়েল। WTI অপরিশোধিত তেল আজ বৃদ্ধি পেয়েছে ০.৩১ শতাংশ। এই মূল্য ব্যারেল প্রতি ৮১.৪১ ডলারে রয়েছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ০.২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই দাম ব্যারেল প্রতি ৮৫.৬৬ ডলারে হয়েছে।

🔥 আরও পড়ুন:

👉 B.ED Admission: বি.এড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হল, জানুন বিস্তারিত

🔥 আরও পড়ুন:

👉 ফ্রি-তে ৭৫ লাখ পরিবারকে LPG সংযোগ দেবে কেন্দ্র, কারা পাবেন? জেনে নিন

🔥 আরও পড়ুন:

👉 ৫ লক্ষ টাকা দেওয়া হবে এই প্রকল্পে, মিলবে প্রচুর ভর্তুকিও, আবেদনের পদ্ধতি জেনে নিন

ভারতের চার মহানগরে পেট্রোল-ডিজেলের দাম কত?

ভারতের চার মহানগরের মধ্যে আজ দিল্লি, কলকাতা এবং মুম্বইতে পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল রয়েছে। তবে চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম কমেছে। এখানে পেট্রোল ১৪ পয়সা কমে ১০২.৬৩ টাকায় এবং ডিজেল ১৩ পয়সা কমে ৯৪.২৪ টাকা লিটারে পাওয়া যাচ্ছে।

নয়াদিল্লিতে পেট্রোলের দাম ৯৬.৭২ টাকা এবং ডিজেল ৮৯.৬২ টাকামুম্বইতে পেট্রোলের দাম ১০৬.৩১ টাকা এবং ডিজেলের দাম ৯৪.২৭ টাকা লিটার। অন্যদিকে কলকাতায় পেট্রোলের দাম ১০৬.০৩ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৯২.৭৬ টাকা

কোন শহরে পেট্রোল ও ডিজেলের দাম পরিবর্তন হয়েছে

শহর অনুযায়ী পেট্রোলডিজেলের দাম বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। নিম্নে এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-

আগ্রা

আগ্রায় পেট্রোলের দাম ১০ পয়সা কমে ৯৬.২০ টাকা, এবং ডিজেল ১০ পয়সা কমে দাম হয়েছে ৮৯.৩৭ টাকা প্রতি লিটার।

আহমেদাবাদ

আমেদাবাদে পেট্রোলের দাম ৭০ পয়সা কমে হয়েছে ৯৬.৪২ টাকা, ও ডিজেলের দাম ৭০ পয়সা কমে দাম হয়েছে ৯২.১৭ টাকা প্রতি লিটার।

আজমির

পেট্রোলের দাম ১৪ পয়সা কমে গিয়ে ১০৮.০৭ টাকা, ডিজেল ১২ পয়সা কমে হয়েছে ৯৪.৩৫ টাকা প্রতি লিটার।

আলিগড়

পেট্রোলের দাম ৩১ পয়সা কমে ৯৬.৭০ টাকা, ডিজেল ৩১ পয়সা কমে হয়েছে ৮৯.৮৫ টাকা প্রতি লিটার।

নয়ডা

পেট্রোলের দাম ৩৩ পয়সা বেড়ে ৯৬.৯২ টাকা, ডিজেল ৩২ পয়সা বেড়ে ৯০.০৮ টাকা প্রতি লিটার।

গুরুগ্রাম

পেট্রোলের দাম ১৪ পয়সা কমে ৯৬.৮৪ টাকা, ডিজেল ১৩ পয়সা কমে ৮৯.৭২ টাকা প্রতি লিটার।

জয়পুর

পেট্রোলের দাম ২৬ পয়সা বেড়ে ১০৮.৪৮ টাকা, ডিজেল ২৪ পয়সা বেড়ে ৯৩.৭২ টাকা প্রতি লিটার।

পটনা

পেট্রোলের দাম ৬৪ পয়সা বেড়ে ১০৮.১২ টাকা, ডিজেল ৬০ পয়সা বেড়ে ৯৪.৮৬ টাকা লিটার।

আপনার নিজের শহরে পেট্রোল ডিজেলের দাম কিভাবে দেখবেন?

আপনি বাড়িতে বসেই নিজের শহরের পেট্রোল, ডিজেলের দাম দেখতে পারবেন। এক্ষেত্রে আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান।

HPCL গ্রাহক হলে HPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। আবার ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহক হলে RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের পেট্রোল ডিজেলের দাম আপনাকে জানিয়ে দেওয়া হবে।

রাজ্যে জ্বালানি তেলের দাম মূলত কম হয় কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের এক্সাইজ ডিউটি কমানোর পরে। তবে যদিও এখনও পেট্রোল-ডিজেলের দাম ১০০ টাকার উপরেই রয়েছে তবে আগেও এর মূল্য কিছুটা বেশি ছিল।

আবার অন্যদিকে, গ্যাসের দাম সাময়িক ভাবে কমলেও গত কয়েকদিনে আগুন লেগেছে। একদিকে যেমন পেট্রোল-ডিজেলের দামের পরিবর্তনের জন্য পরোক্ষভাবে সবজি থেকে মাছ বাজারের উপর প্রভাব ফেলেছে। বর্তমানে এলপিজি গ্যাসের দাম কমার অপেক্ষায় রয়েছে পুরো দেশবাসী।

Now after lpg gas, petrol-diesel is cheaper

তবে বর্তামেন পেট্রোল -ডিজেলের দাম নিয়ন্ত্রণে আনার জন্য সরকার একে জিএসটির আওতাভুক্ত করতে চাইছে। এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 মাধ্যমিক পাশেই ৯৮,০০০ শূন্য পদে ডাক বিভাগে চাকরির সুযোগ | India Post office Recruitment 2023

👉 এবার ডেবিট কার্ড ছাড়াই মোবাইলের মাধ্যমে ATM থেকে টাকা তুলতে পারবেন, পদ্ধতি জেনে নিন

👉 Railways Rules: এবার থেকে অর্ধেক ভাড়ায় ভ্রমণ করুন ভারতীয় রেলে, কেন্দ্র সরকারে বড় উপহার দিল দেশবাসীর জন্য

👉৩,০০০ টাকা প্রতি মাসে পাবেন মাত্র ২ টাকা জমা করলে, কেন্দ্র সরকারের এই স্কিমটি জেনে নিন (Central Government Scheme)

👉 Aadhaar Card: বড় আপডেট আধার কার্ড গ্রাহকদের জন্য, জারি হলো নির্দেশিকা

👉 ১৬ লাখের বেশি রিটার্ন পান পোস্ট অফিসে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগে করে

Leave a Comment