ফ্রি-তে ৭৫ লাখ পরিবারকে LPG সংযোগ দেবে কেন্দ্র, কারা পাবেন? জেনে নিন

যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (Pradhan Mantri Ujjwala Yojana) গ্যাস পাননি তাদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন করে ৭৫ লাখ নয়া রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হবে। সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার (Government Of India)।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

শুধু তাই নয় এর সঙ্গে রয়েছে আরও একটি বড় খবর তুলনায় রান্নার গ্যাসের দাম কিছুটা কমানো হলো। তবে এই ডিপোজিট-বিহীন রান্নার গ্যাস সংযোগ সবার জন্য নয়। কারা এর সুবিধা পাবে তার সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো।

যে সমস্ত পরিবারের এখনো এলপিজি গ্যাস (LPG Gas)সংযোগ নেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে, খুব দ্রুত তাদের উজলা যোজনার আওতায় আনা হবে এবং এই যোজনার উপভোক্তার সংখ্যা বেড়ে হবে ১০.৩৫ কোটি

🔥 আরও পড়ুন:

👉 ৫,০০০ শূন্যপদে স্টেট ব্যাংকে চাকরির সুযোগ | State Bank of India Recruitment 2023

🔥 আরও পড়ুন:

👉 ৫ লক্ষ টাকা দেওয়া হবে এই প্রকল্পে, মিলবে প্রচুর ভর্তুকিও, আবেদনের পদ্ধতি জেনে নিন

🔥 আরও পড়ুন:

👉 মাধ্যমিক পাশেই ৯৮,০০০ শূন্য পদে ডাক বিভাগে চাকরির সুযোগ | India Post office Recruitment 2023

গত মঙ্গলবার প্রধানমন্ত্রী উজলা যোজনার (Pradhan Mantri Ujjwala Yojana) ঘোষণা করেন। যারা ইতিমধ্যেই এই যোজনার সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছেন তাদের আবেদন মঞ্জুর করা হবে। সেই সঙ্গে সঙ্গে উজ্জ্বলা যোজনার নির্দিষ্ট শর্ত মেনে আরও পরিবারকে ডিপোজিট-বিহীন এলপিজি সংযোগ প্রদান করা হবে।

কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী পূর্বে দেশে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (Pradhan Mantri Ujjwala Yojana) আওতাভুক্ত উপভোক্তা পরিবারের সংখ্যা ছিল ৯.৬ লাখ। যা এবার বেড়ে দাঁড়াবে ১০.৩৫ কোটিতে

উজ্জ্বলা যোজনার উপভোক্তারা কত টাকায় রান্নার গ্যাস কিনতে পারবেন?


কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে যে, রান্নার গ্যাসের সিলিন্ডারপিছু ২০০ টাকা ভর্তুকি দেওয়া হয়। তবে বর্তমানে পূর্বের তুলনায় ২০০ টাকা সস্তা হয়েছে রান্নার গ্যাসের দাম।

তাই হিসেব অনুযায়ী পূর্বে বাজারে একটি সিলিন্ডারে যা দাম ছিল, সেটার থেকে ৪০০ টাকা কম দামে উজ্জ্বলা যোজনার একটি সিলিন্ডার পাবেন।
অর্থাৎ কলকাতায় একটি ১৪.২ এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১,১২৯ টাকা। উজ্জ্বলা যোজনার উপভোক্তারা এখন সেটি ৭২৯ টাকায় পাবেন।

Government of India to provide free LPG connection to 75 lakh families

উজ্জ্বলা যোজনার আওতায় আবেদনের শর্ত

  • এক্ষেত্রে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন।
  • আবেদনকারীর ন্যূনতম বয়স ১৮ হতে হবে।
  • একটি পরিবার থেকে মাত্র একজনই আবেদন করতে পারবে।
  • তফসিলি জাতি, তফসিলি উপজাতি, সর্বাধিক পিছিয়ে পড়া শ্রেণি, প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ), বনে বসবাসকারী মানুষ, গরিব পরিবার, অন্ত্যদয় অন্ন যোজনা, চা-বাগানের বর্তমান ও প্রাক্তন কর্মী, দ্বীপে বসবসকারী মানুষরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস সংযোগের জন্য আবেদন করতে পারেন।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 SSC নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ! এবার বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

👉 এবার ডেবিট কার্ড ছাড়াই মোবাইলের মাধ্যমে ATM থেকে টাকা তুলতে পারবেন, পদ্ধতি জেনে নিন

👉 Railways Rules: এবার থেকে অর্ধেক ভাড়ায় ভ্রমণ করুন ভারতীয় রেলে, কেন্দ্র সরকারে বড় উপহার দিল দেশবাসীর জন্য

👉৩,০০০ টাকা প্রতি মাসে পাবেন মাত্র ২ টাকা জমা করলে, কেন্দ্র সরকারের এই স্কিমটি জেনে নিন (Central Government Scheme)

👉 Aadhaar Card: বড় আপডেট আধার কার্ড গ্রাহকদের জন্য, জারি হলো নির্দেশিকা

👉 ১৬ লাখের বেশি রিটার্ন পান পোস্ট অফিসে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগে করে

👉 রেশন কার্ড আছে? তাহলে বাড়িতে বসেই পাবেন এই সুবিধাগুলি! বড় উদ্যোগ রাজ্য সরকারের

👉 Jio ধামাকা অফার, এবার এক রিচার্জেই বিনামূল্যে মিলবে এইসব সুবিধা

Leave a Comment