(১/১১) প্রাইমারি নিয়োগের মতোই এসএসসি (SSC)নিয়ে একের পর এক মামলা উঠে এসেছে আদালতে। সম্প্রতি আবারো স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) নয়া মেধা তালিকায় চূড়ান্ত অসঙ্গতি নিয়ে নতুন একটি অভিযোগ কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের হয়েছে।
(২/১১) চলতি বছর ২৩ আগস্ট নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য নতুন প্যানেল প্রকাশ করে এসএসসি (WB SSC)। আর এই প্যানেল প্রকাশ নিয়ে এই মর্মে অভিযোগ আসে যে ওই প্যানেলে বিস্তর অসঙ্গতি রয়েছে। আর এই নিয়েই আদালতে মামলা করে চাকরিপ্রার্থীরা। এই মামলা দায়ের হয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে।
(৩/১১) আদালত সূত্রে খবর অনুযায়ী জানা গেছে, ২০১৬ সালে উচ্চ প্রাথমিকের (Upper Primary) নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এসএসসি ১ অক্টোবর ২০১৯ সালে প্রথম মেধাতালিকা প্রকাশ করে। এই মেধা তালিকাকে চ্যালেঞ্জ করে কিছু অকৃতকার্য পরীক্ষার্থী আদালতে মামলা দায়ের করে।
🔥 আরও পড়ুন:
👉 ফ্রি-তে ৭৫ লাখ পরিবারকে LPG সংযোগ দেবে কেন্দ্র, কারা পাবেন? জেনে নিন
🔥 আরও পড়ুন:
👉 ৫,০০০ শূন্যপদে স্টেট ব্যাংকে চাকরির সুযোগ | State Bank of India Recruitment 2023
🔥 আরও পড়ুন:
👉 ৫ লক্ষ টাকা দেওয়া হবে এই প্রকল্পে, মিলবে প্রচুর ভর্তুকিও, আবেদনের পদ্ধতি জেনে নিন
(৪/১১) প্রার্থীদের করা এই মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য গত ১১ ডিসেম্বর ২০২০ সালে এসএসসির মেধা তালিকা বাতিল করে দেন এবং প্রার্থীদের তথ্য আপলোড করে সমস্ত তথ্য প্রকাশ করতে নির্দেশ দেন।
(৫/১১) সেই সঙ্গে সঙ্গে বিচারপতি আরো নির্দেশ দেন যে, ইন্টারভিউ-এর পাশাপাশি মেধা তালিকাও প্রকাশ করতে হবে। বিচারপতির এই নির্দেশের প্রায় ৬ মাস পরে অর্থাৎ ২০২১ সালের জুন মাসে ইন্টারভিউ তালিকা প্রকাশ করে SSC।
(৬/১১) তবে এই মেধা তালিকা নিয়ে অভিযোগ ওঠে যে প্রথম মেধা তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত ছিল নতুন মেধা তালিকায় তাদের নাম বাদ দেওয়া হয়েছে। পরবর্তী তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের অনেকের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র বিকৃত করা হয়েছে। শুধু তাই নয় অনেকের নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে।
(৭/১১) এই নিয়ে একাধিক অভিযোগ তুলে তারা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হন। তাদের এই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যে, যদি তাদের কোনও ব্যক্তিগত অভিযোগ থাকে তাহলে তারা সেটা SSC-র কাছে জানাতে পারবে।
(৮/১১) পরবর্তীকালে আবার এই নির্দেশকে ১৫০ জন মামলাকারী চ্যালেঞ্জ করে। আদালতের নির্দেশ দেওয়ার পরপরই আবারো কয়েক হাজার পরীক্ষার্থী ইন্টারভিউ তালিকার বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অভিযোগ দায়ের করে।
(৯/১১) তবে এত কিছু করেও কোন সৎ বিচার পাওয়া যায়নি। মামলা কারিদের একাংশ অভিযোগ জানিয়েছে যে আদালতের নির্দেশের পরও স্কুল সার্ভিস কমিশন তাদের অভিযোগগুলো খতিয়ে দেখেনি। বরং তাদের অভিযোগগুলো খারিজ করে দেওয়া হয়েছে।
(১০/১১) আর এর জন্য নতুন করে আদালতের দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা। তাদের মামলা দায়ের হয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। মামলা কারীদের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে বিচারপতি স্কুল সার্ভিস কমিশনকে নতুন প্যানেলের তালিকা প্রকাশ করার নির্দেশ দেন।
(১১/১১) এসএসসির নতুন মেধা তালিকা নিয়ে বিস্তার অসঙ্গতির অভিযোগ এসেছে। ওএমআর শিট প্রকাশ করা হয়নি। গত বুধবার এই মামলা নিয়ে আদালত নির্দেশ দেয় যে, আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে মামলাকারিদের লিখিত বক্তব্য আদালতে জমা দিতে হবে। শুধু তাই নয় এর পাশাপাশি এসএসসিকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট পেশ করে উত্তর দিতে হবে।
Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 B.ED Admission: বি.এড কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হল, জানুন বিস্তারিত
👉 মাধ্যমিক পাশেই ৯৮,০০০ শূন্য পদে ডাক বিভাগে চাকরির সুযোগ | India Post office Recruitment 2023
👉 এবার ডেবিট কার্ড ছাড়াই মোবাইলের মাধ্যমে ATM থেকে টাকা তুলতে পারবেন, পদ্ধতি জেনে নিন
👉৩,০০০ টাকা প্রতি মাসে পাবেন মাত্র ২ টাকা জমা করলে, কেন্দ্র সরকারের এই স্কিমটি জেনে নিন (Central Government Scheme)
👉 Aadhaar Card: বড় আপডেট আধার কার্ড গ্রাহকদের জন্য, জারি হলো নির্দেশিকা
👉 ১৬ লাখের বেশি রিটার্ন পান পোস্ট অফিসে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগে করে
👉 রেশন কার্ড আছে? তাহলে বাড়িতে বসেই পাবেন এই সুবিধাগুলি! বড় উদ্যোগ রাজ্য সরকারের