(১/১০) নিয়োগ দুর্নীতি কান্ডের এক চাঞ্চল্যকর খবর সকলের সামনে এলো। প্রাথমিকে অনিয়ম করে নিয়োগ হওয়া শিক্ষকদের তথ্য জমা করলো সিবিআই (CBI)। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ সম্পর্কিত সিবিআই রিপোর্ট এর মামলা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দাখিল করা ছিল। আর এর বিচারপতি ছিলেন অমৃতা সিনহা।
(২/১০) সিবিআই জানিয়েছে যে ৪২ হাজার প্রাইমারি শিক্ষক (Primary Teacher) নিয়োগে ৪৩১ জন টেট (TET) পাস না করেও নিয়োগপত্র পেয়েছিলেন। আর এই নিয়ে কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়েছিল সিবিআই। তবে পিটিশনারদের আইনজীবী ফিরদৌস শামীম ২০৬৯ জন অবৈধভাবে নিয়োগ করেছেন বলে তার দাবি।
(৩/১০) সূত্রের খবর অনুযায়ী জানা গেছে অবৈধভাবে নিয়োগ হওয়া এই সমস্ত শিক্ষকদের তালিকা আগামীকাল এর মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)-এর কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পর্ষদ এই বিষয়টি যাচাই করে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবে। ১৪ ই সেপ্টেম্বরে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
🔥 আরও পড়ুন:
👉 Breaking News: প্রকাশিত হল উচ্চ প্রাথমিকের Final vacancy, দেখে নিন
🔥 আরও পড়ুন:
👉 শূন্য পদ ৮০৬ টি: প্রাইমারীতে নয়া পদ্ধতিতে নিয়োগ, গুরুত্ব দেওয়া হচ্ছে যোগ্যতায়
🔥 আরও পড়ুন:
👉 এবার ডেবিট কার্ড ছাড়াই মোবাইলের মাধ্যমে ATM থেকে টাকা তুলতে পারবেন, পদ্ধতি জেনে নিন
(৪/১০) প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় ৪২৯৪২ জন চাকরি পাওয়া শিক্ষকদের একাংশের বিরুদ্ধে দুর্নীতি করে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। আর এই অভিযোগ অনুযায়ী চাকরিপ্রার্থীদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।
(৫/১০) হাইকোর্টের বিচারপতি নিয়োগ দুর্নীতি মামলায় দুই তদন্তকারী সংস্থা ইডি (ED) এবং সিবিআইকে (CBI) আগামী ২৯ আগস্ট এর মধ্যে তালিকা জমা করার নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। তবে এরপরই মামলার এজলাস বদল হয়। এই মামলা চলে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে।
(৬/১০) বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ই বহাল রাখেন। তবে পরবর্তীতে ডিভিশন বেঞ্চ জানায় সেপ্টেম্বর মাসের মধ্যে নতুন করে হওয়া নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে হবে চাকরিচ্যুত শিক্ষকদের। কুন্তল ঘোষ এই নিয়ে দাবি করেছিলেন যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে চাপ দিচ্ছে।
(৭/১০) কিন্তু সিবিআই (CBI) তদন্তকারী বিভাগ আদালতে আজ যে রিপোর্ট জমা করেছে সেখানে দাবি করা হয়েছে যে এই বক্তব্য হলো সম্পূর্ণ ভিত্তিহীন। এই রিপোর্ট এদিন হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে জমা করা হয়। সিবিআই এই রিপোর্ট জমা করে দাবি করেছে যে এই নিয়োগ দুর্নীতি অন্তত ৩৫০ কোটি টাকার।
(৮/১০) সিবিআই এই রিপোর্টে উল্লেখ করেছে যে, প্রায় ৩৫০ কোটি টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয়েছে। এগুলি বিদেশে পাচার করা হয়েছে আবার টলিউডেও লাগানো হয়েছে। এর সঙ্গে সঙ্গে ২০১৬ সালে ৪২ হাজারেরও বেশি বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে।
(৯/১০) যে সমস্ত শিক্ষকরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তাদের দ্রুত খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে ধৃত অয়নশীল, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি চিহ্নিত করা হয়েছে।
(১০/১০) এর পাশাপাশি কুন্তলের সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকুর আর্থিক লেনদেনের যোগ পাওয়া গিয়েছে। তবে সিবিআইয়ের এই রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেছে আদালত। তবে হাইকোর্টের মতে সিবিআই যে রিপোর্ট দিয়েছে তাতে তেমন কিছুই নেই।
Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 মাধ্যমিক পাশেই ৯৮,০০০ শূন্য পদে ডাক বিভাগে চাকরির সুযোগ | India Post office Recruitment 2023
👉৩,০০০ টাকা প্রতি মাসে পাবেন মাত্র ২ টাকা জমা করলে, কেন্দ্র সরকারের এই স্কিমটি জেনে নিন (Central Government Scheme)
👉 Aadhaar Card: বড় আপডেট আধার কার্ড গ্রাহকদের জন্য, জারি হলো নির্দেশিকা
👉 ১৬ লাখের বেশি রিটার্ন পান পোস্ট অফিসে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগে করে
👉 রেশন কার্ড আছে? তাহলে বাড়িতে বসেই পাবেন এই সুবিধাগুলি! বড় উদ্যোগ রাজ্য সরকারের
👉 Jio ধামাকা অফার, এবার এক রিচার্জেই বিনামূল্যে মিলবে এইসব সুবিধা