ফের নতুন রাজ্যে ছুটির ঘোষণা! বন্ধ থাকবে অফিস, শিক্ষা প্রতিষ্ঠান

আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ফের স্কুল-কলেজ ও অন্যান্য সমস্ত সরকারি সংস্থায় ছুটির ঘোষণা করলেন। এই ছুটি কয়দিন থাকবে এবং কিসের জন্য এই ছুটি ঘোষণা করা হয়েছে তার বিস্তারিত বিবরণ পেতে শেষপর্যন্ত পড়ার অনুরোধ করছি।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

কিছুদিন আগে আমাদের প্রত্যেকটি জেলায় পঞ্চায়েত ভোট সম্পন্ন হয়েছে এবং এই ভোটের রেজাল্টও বেরিয়ে গেছে। তেইশের এই পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে অনেক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এই বিশৃঙ্খলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেইসব জায়গাগুলিতে আবার নতুন করে পঞ্চায়েত ভোটের আয়োজন করছেন।

সম্প্রতি কিছুদিন আগেই ধুপগুড়ি জেলায় বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় গত হয়েছেন। তাই আগামীকাল ৫ই সেপ্টেম্বর ধুপগুড়ি জেলায় ১৫ তম বিধানসভার উপনির্বাচনের ভোট হতে চলেছে। সেই জন্য আগামী ৫ই সেপ্টেম্বর ধুপগুড়ি জেলায় স্কুল-কলেজ-দোকান পাট-বাজার সমস্ত কিছু বন্ধ থাকার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার, যাতে সেই ভোট নির্বিঘ্নে, নিরাপদে সম্পন্ন হতে পারে।

🔥 আরও পড়ুন:

👉 LPG Price: এবার রান্নার গ্যাস আরো কম দামে কিনতে পারবেন, এই পদ্ধতিতে বুক করুন

🔥 আরও পড়ুন:

👉 Petrol Diesel Price: এবার রান্নার গ্যাসের পর সস্তা হল পেট্রোল-ডিজেল, এই শহরগুলিতে দাম কমল

🔥 আরও পড়ুন:

👉 ৫ লক্ষ টাকা দেওয়া হবে এই প্রকল্পে, মিলবে প্রচুর ভর্তুকিও, আবেদনের পদ্ধতি জেনে নিন

এছাড়া রাজ্য সরকার এই ভোটের তরফে একটি নোটিশ জারি করেছে, এই নোটিসে লেখা হয়েছে যে এই ভোটের জন্য শুধুমাত্র ধুপগুড়ি এবং ধুপগুড়ি আশেপাশে যে সমস্ত জায়গা আছে সেগুলিতেই শুধুমাত্র ছুটি থাকার নির্দেশ দিয়েছে। ধুপগুড়ি ও আশেপাশের সংশ্লিষ্ট জায়গাগুলি ছাড়া আর কোথাও এই ছুটি হবে না।

ধুপগুড়ি ও সংশ্লিষ্ট জায়গা ছাড়া অন্য সব জায়গায় স্কুল-কলেজ, দোকান-পাট, বাজার সমস্ত কিছু প্রতিদিনের মতোই চালু থাকবে। ধুপগুড়ির যে সমস্ত মানুষজন কাজের সূত্রে বাইরে চাকরি বা অন্যান্য কিছু কাজ করেন, সেই সব মানুষের জন্য ছুটি দেওয়া হবে। সেইসব মানুষজন ছুটি নিয়ে ধুপগুড়িতে এসে ভোটে অংশগ্রহণ করতে হবে।

Again the announcement of a new holiday in west bengal! Offices, educational institutions will be closed

এছাড়া নবান্ন থেকে জানানো হয়েছে, ৫ই সেপ্টেম্বর উপনির্বাচন ভোটের জন্য, তার আগের দিন অর্থাৎ ৪ সেপ্টেম্বর ভোটের সমস্ত কাজকর্ম ও জোগাড় করার জন্য ৪সেপ্টেম্বর স্কুল-কলেজ ছুটি থাকবে। ভোটগ্রহণ করার পরের দিন অর্থাৎ ৬ সেপ্টেম্বর ভোটের সমস্ত কাজগুলি সম্পূর্ণ করার জন্য সেই দিনও স্কুল-কলেজে ছুটি থাকতে পারে বলে সূত্রের খবর।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 মাধ্যমিক পাশেই ৯৮,০০০ শূন্য পদে ডাক বিভাগে চাকরির সুযোগ | India Post office Recruitment 2023

👉 এবার ডেবিট কার্ড ছাড়াই মোবাইলের মাধ্যমে ATM থেকে টাকা তুলতে পারবেন, পদ্ধতি জেনে নিন

👉 Railways Rules: এবার থেকে অর্ধেক ভাড়ায় ভ্রমণ করুন ভারতীয় রেলে, কেন্দ্র সরকারে বড় উপহার দিল দেশবাসীর জন্য

👉৩,০০০ টাকা প্রতি মাসে পাবেন মাত্র ২ টাকা জমা করলে, কেন্দ্র সরকারের এই স্কিমটি জেনে নিন (Central Government Scheme)

👉 Aadhaar Card: বড় আপডেট আধার কার্ড গ্রাহকদের জন্য, জারি হলো নির্দেশিকা

👉 ১৬ লাখের বেশি রিটার্ন পান পোস্ট অফিসে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগে করে

Leave a Comment