UGC NET: ইউজিসি নেট ডিসেম্বর পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে, বিস্তারিত জেনেনিন

নেট (NTA NET) পরীক্ষার্থীদের জন্য সুখবর। ডিসেম্বরের ইউজিসি নেট পরীক্ষার (UGC NET December 2023) বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। কলেজ এবং বিশ্ববিদ্যালয় গুলিতে সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য যোগ্যতা অর্জনের জন্য ইউজিসি নেট (UGC NET Exam 2023) পরীক্ষায় পাশ করতে হয়।

বিস্তারিত পড়ার আগে আপনাকে নিচে দেওয়া আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হতে অনুরোধ করছি-

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

এই পরীক্ষাটি বছরে দুইবার অনুষ্ঠিত হয়। জেনারেল বা সাধারণ বিভাগের পড়ুয়াদের এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১১০০ টাকা দিতে হয়। ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রী এই পরীক্ষার বিজ্ঞপ্তির দিকে তাকিয়ে রয়েছে, তাদের উদ্দেশ্যে আজকের এই প্রতিবেদন।

UGC NET পরীক্ষার বিবরণ (UGC NET December 2023)

UGC NET পরীক্ষাটিতে টিচিং অ্যাপটিটিউড, রিসার্চ অ্যাপটিটিউড, ম্যাথমেটিক্স, লজিক্যাল রিজনিং, কমিউনিকেশন এবং ডেটা ইন্টারপ্রিটেশন ইত্যাদি বিষয় গুলি নিয়ে প্রশ্ন থাকে। এই পরীক্ষার মোট সময় হলো ৩ ঘন্টা। এতে প্রার্থীদের মোট ১৫০ টি প্রশ্নের উত্তর দিতে হয়।

🔥 আরও পড়ুন:

👉 ১৬ লাখের বেশি রিটার্ন পান পোস্ট অফিসে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগে করে

🔥 আরও পড়ুন:

👉 রেশন কার্ড আছে? তাহলে বাড়িতে বসেই পাবেন এই সুবিধাগুলি! বড় উদ্যোগ রাজ্য সরকারের

🔥 আরও পড়ুন:

👉 Jio ধামাকা অফার, এবার এক রিচার্জেই বিনামূল্যে মিলবে এইসব সুবিধা

সূত্রের খবর অনুযায়ী জানা গেছে যে, খুব শীঘ্রই UGC NET পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হবে। এই মাসের শেষ বা সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এটি প্রকাশিত হতে পারে। আর এর নিবন্ধন প্রক্রিয়াও শুরু হবে।

কারা আবেদন করতে পারবেন?

যে সমস্ত পড়ুয়ারা স্নাতকোত্তর ডিগ্রি সম্পূর্ণ করেছেন, তারা এই NTA UGC NET ডিসেম্বর পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। UGC NET JRF-এর ক্ষেত্রে শুধুমাত্র ৩০ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

nta ugc net December 2023 exam date

কিভাবে আবেদন করতে হবে?

আগ্রহী পরীক্ষার্থীদের বলা হচ্ছে যে, এতে আবেদন করতে হলে NTA-এর অফিসিয়াল ওয়েবসাইট, ugcnet.nta.nic.in-এ গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। তবে এই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 পশ্চিমবঙ্গে আবার ছুটি ঘোষণা, কবে, কাদের ছুটি? জেনে নিন

👉 RBI-এর শস্তির মুখে পড়ল বাংলার ২ ব্যাঙ্ক, সেখানে আপনার টাকা নেই তো?

👉 PM Awas yojana List: ২০২৩-এর আবাস যোজনার ঘরের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে, দেখে নিন আপনার নাম আছে কিনা

👉 ছাত্র-ছাত্রীদের Laptop দিচ্ছে Jio! দিচ্ছে কোডিং শেখার সুবিধাও, কিভাবে পাবেন জেনে নিন

👉 ২৫০০০ টাকা পড়ুয়ারা পাবে এই স্কলারশিপে আবেদন করে, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন

👉 এবার ট্রেনে ৮ বার যাত্রা করতে পারবেন এক টিকিটেই, নতুন নিয়ম আনলো Indian Railway

👉 PAN Card থাকলে ১০,০০০ টাকা জরিমানা হতে পারে এই মাসে, এখনই দেখে নিন এই ভুল করছেন কী না

👉 চাকরির টেনশন শেষ, ৮০,০০০ টাকা প্রতি আসে আয় করুন এইভাবে ঘরে বসেই

Leave a Comment