১/৮: কর্মহীন যুবক-যুবতীরা এই প্রকল্পের মাধ্যমে কোনো জামিনদার ছাড়াই ৫ লক্ষ টাকা পর্যন্ত মূলধনের ব্যবসা করতে পারবে, রাজ্যের ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্প দপ্তরের সচিব রাজেশ পান্ডে এমনটাই জানিয়েছেন।
২/৮: রাজ্যের কর্মহীন যুবক-যুবতীদের জন্য রাজ্য সরকার সম্প্রতি ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’ নামক একটি প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে সরকার রাজ্যের বেকার যুবক-যুবতীদের ঋণ দেয়, যার মাধ্যমে তারা নিজের ব্যবসা শুরু করে স্বাবলম্বী হতে পারে। ব্যাংক থেকে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ পেতে কোনরকমের সমস্যা হবে না।
৩/৮: এই প্রকল্পে কর্মহীন যুবক-যুবতীদের জামিনদারের ভূমিকা পালন করবে ক্রেডিট গ্যারান্টি ট্রাস্ট ফ্যান্ড ফর মাইক্রোএন্ড স্মল এন্টারপেনার্স (সিজিটিএমএসই)। রাজ্য সরকারের সাথে সিজিটিএমএসই গত সোমবার এই বিষয়ে সমঝোতাপত্র স্বাক্ষর করলো।
🔥 আরও পড়ুন:
👉 Sukanya Samriddhi Yojana: ৬৫ লাখ টাকা মেয়ে পাবে ২১ বছর বয়স হলেই! জানুন বিস্তারিত
🔥 আরও পড়ুন:
👉 Atal Pension Yojana: ১০,০০০ টাকা প্রতি মাসে মিলবে মাত্র 376 টাকা বিনিয়োগেই! এই কাজটি শীঘ্রই করুন!
🔥 আরও পড়ুন:
👉 ডবল হয়ে যাবে আপনার টাকা পোস্ট অফিসের এই স্কিমে! জেনে নিন কোন স্কিম? ও কি ভাবে পাবেন?
৪/৮: রাজ্যের ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্প দপ্তরের সজীব রাজেশ পান্ডে জানিয়েছেন যে, রাজ্যের বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের মাধ্যমে কোনো জামিনদার ছাড়াই ৫ লক্ষ টাকা পর্যন্ত মূলধনের ব্যবসা করতে পারবে। রাজ্য সরকার এর ১০% সর্বাধিক ২৫ হাজার টাকা ভর্তুকি দেবে। অবশিষ্ট টাকা ব্যাংক থেকে ঋণ হিসেবে পাওয়া যাবে। এই ঋণের ৮৫% দেবে সিজিটিএমএসই এবং অবশিষ্ট ১৫% জামিনদার হবে রাজ্য সরকার।
৫/৮: এই প্রকল্পের আবেদনের জন্য রাজ্যের কর্মহীন যুবক-যুবতীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। এই প্রকল্পের আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা অথবা পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা দেখা হবে না।
৬/৮: একাধিক সরকারি পরিষেবা অনুষ্ঠান থেকে রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই প্রকল্পের কথা উল্লেখ করেছেন। এমনকি শাসক দল তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এই প্রকল্পকে হাতিয়ার করতে পারে।
৭/৮: অপরদিকে, রাজ্যের দুয়ারে সরকার শিবিরে গত সোমবার সরকারি ৩৩ প্রকল্পে পরিষেবা পাওয়ার আবেদন পর্ব শেষ হয়েছে। বুথ ভিত্তিক ৯৪ হাজার ৩৭৭টি শিবিরে ৫৮ লক্ষের বেশি মানুষ অংশগ্রহণ করেছে বলেই জানিয়েছে নবান্ন। বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন জমা পড়েছে ৩২ লক্ষেরও অধিক।
৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 ৫ লক্ষ টাকা করে পাবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা! কি ভাবে পাবেন? এখনই জেনে নিন
👉 WB Yuvasree Prakalpa Apply 2023
👉 বিরাট সুদ বাড়াল কেন্দ্র! টাকা ডাবল পোস্ট অফিসের এই স্কিমে
👉 প্রতিমাসে ৫,০০০ অতিরিক্ত টাকা পেতে শীঘ্রই করুন এই কাজটি! ক্লিক করে জেনে নিন কীভাবে করবেন
👉 পরিবারের আয় একটু কম হলেই মাসে মাসে টাকা পাবেন সরকারের এই নতুন প্রকল্পে! আজই আবেদন করুন।