Voter List: নতুন ভোটার তালিকায় আপনার নাম বাদ যায়নি তো ? কীভাবে দেখবেন? জানুন

West Bengal Final Voter List-

১/৮: গত ৫ জানুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ (Voter List) করা হয়েছে। 

২/৮: সর্বশেষ লিস্ট অর্থাৎ নতুন ভোটার তালিকা অনুযায়ী সঙ্গেই রাজ্যের সর্বমোট ভোটারের সংখ্যা হলো সাত কোটি বাহান্ন লক্ষ তিনশো সাতাত্তর জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হলো তিন কোটি বিরাশি লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো সাত এবং মহিলা ভোটারের সংখ্যা হলো তিন কোটি উনসত্তর লক্ষ সত্তর হাজার একাত্তর জন।

৩/৮: তেরো লক্ষ তেত্রিশ হাজার দুশো একান্ন হলো চলতি বছরে অর্থাৎ ২০২৩ সালে নতুন ভোটারের সংখ্যা। এই নতুন ভোটার তালিকা আপনার হাতের কাছেই রয়েছে। সুতরাং যেকোনো ব্যক্তিই তাদের অথবা তাদের কোনো পরিচিত মানুষের নাম এই লিস্টে রয়েছে কিনা তা জেনে নিতে পারবেন।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 জানুয়ারিতে রাজ্যে আবার অতিরিক্ত ছুটি ঘোষণা! কাদের জন্য এই নির্দেশ? কাদের অফিসে যেতে হবে? জানুন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাশে কেন্দ্র সরকারের অধীনে চাকরির সুযোগ! (Apply Now) | Income Tax Department Recruitment 2023

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Philips Scholarship 2023

ভোটার তালিকা কিভাবে দেখবেন-

৪/৮: জেলাভিত্তিক থেকে শুরু করে বুথ স্তর, সব জায়গাতেই এই নতুন ভোটার লিস্ট দেখা যাবে।

  • প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট ceowestbengal.nic.in-এ যেতে হবে।
  • তারপর আপনাকে হোমপেজে Electoral Roll (Voter List) অপশনে ক্লিক করতে হবে। 
  • সেখানে আপনি জেলার তালিকা (District List) দেখতে পাবেন।
  • আপনার নিজের জেলাতে ক্লিক করলে আপনার বিধান সভার নাম এবং নম্বর সম্বলিত একটি তালিকা দেখা যাবে।
  • আপনার বিধানসভা কেন্দ্রে ক্লিক করলেই ভোটগ্রহণ কেন্দ্রের তালিকা দেখা যাবে। তার পাশে আপনি খসড়া ভোটার তালিকা (Draft Roll) ও চূড়ান্ত ভোটার তালিকার (Final Electoral Roll) লিস্টও দেখতে পারবেন।
  • ফাইনাল রোলে ক্লিক করলে আপনার সামনে একটি বক্স খুলে যাবে। এই বক্সে আপনাকে কম্পিউটার স্ক্রিনে প্রদত্ত নির্দিষ্ট কোডটি এন্টার করে ভেরিফাই করতে হবে। তারপরই আপনি আপনার ভোটগ্রহণ ক্ষেত্রের জন্য নির্দিষ্ট চূড়ান্ত ভোটার তালিকা দেখতে পারবেন। এটিকে আপনাকে PDF আকারে ডাউনলোডকরে নিতে হবে। আপনি চাইলে এটিকে সেভ অথবা প্রিন্ট আউটও করে নিতে পারেন।

৫/৮: অপরদিকে, নানা কারণে চার লক্ষ পনেরো হাজার দুশো উনত্রিশ জনের নাম ২০২৩ সালের ভোটার তালিকায আসেনি। বিরোধীদের তরফে বহুবার মৃত ব্যক্তিদের নাম লিস্টে থাকার অভিযোগ করা হয়েছে। জানা গেছে যে, চলতি বছরে বাদ পড়া সংখ্যার বেশিরভাগ নামই নাকি মৃত ব্যক্তির।

if Your name is not left in the new voter list How do you see

৬/৮: এবারের নতুন ভোটারের সংখ্যা হলো তেরো লক্ষ তেত্রিশ হাজার দুশো একান্ন জন। বাংলায় মোট ভোটারের সংখ্যা ১.২৪% বেড়েছে। এর মধ্যে ২.২০% ভোটার হলো আঠেরো বছর থেকে উনিশ বছর বয়সী।

৭/৮: নতুন এই তালিকার ওপর ভিত্তি করেই হবে আসন্ন পঞ্চায়েত ভোট। নির্বাচন কমিশনের কাছে এই তালিকা চেয়ে পাঠাবে রাজ্য নির্বাচন কমিশন। এই তালিকা খতিয়ে দেখে তারপরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 আদালতের নির্দেশে চাকরি বাতিল শিক্ষকদের! জানুয়ারি মাসেই কয়েকশো প্রার্থী চাকরি পেতে চলেছেন!

👉 Aadhaar Card: এই ৩ উপায়ে আপনার আধার কার্ড সুরক্ষিত রাখুন প্রতারকদের ব্যাবহার করা থেকে

👉 Bandhan Bank Recruitment 2023

👉 Online Mobile Recharge : মাত্র ২ টাকার মোবাইল রিচার্জে অফুরন্ত ইন্টারনেট ও আনলিমিটেড Free কলিং! জেনে নিন এই অফার!

Leave a Comment