JK Lakshmi Vidya Scholarship 2022 | জে কে লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ ২০২২: ৩০ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন এই স্কলারশিপে আবেদন করে। (Apply Now!)

JK Lakshmi Vidya Scholarship 2022, JK Lakshmi Vidya Scholarship Apply Online. JK Lakshmi Vidya Scholarship Official Website, জে কে লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ ২০২২

আপনি যদি ভালো কোনো স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনার জন্য রয়েছে বিরাট সুখবর! এই স্কলারশিপটি পঞ্চম শ্রেণী থেকে শুরু করে স্নাতক অথবা স্নাতকোত্তর পর্যায়ের পড়ুয়ারা আবেদন করতে পারবেন। এই স্কলারশিপটির নাম হলো JK লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ (JK Lakshmi Vidya Scholarship 2022)তাহলে চলুন এই স্কলারশিপ সম্বন্ধে বিষদে জেনে নেওয়া যাক।

এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা

JK Lakshmi Vidya Scholarship 2022 | জে কে লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ ২০২২

একটি স্বনামধন্য সংস্থা JK লক্ষ্মী সিমেন্ট লিমিটেডের পক্ষ থেকে এই স্কলারশিপটি ছাত্রছাত্রীদের দেওয়া হয়ে থাকে। যে সমস্ত পড়ুয়ারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে রয়েছে সেইসব পড়ুয়াদের পড়াশোনার জন্য এই আর্থিক সহায়তা করা হয় প্রায় ১২৫ বছর পুরোনো এই কোম্পানিটির পক্ষ থেকে।

JK Lakshmi Vidya Scholarship 2022: Scholarship Ammount | জে কে লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ ২০২২: বৃত্তির পরিমাণ

এখানে শ্রেণী হিসেবে JK লক্ষ্মী বিদ্যা স্কলারশিপের টাকার পরিমান আলাদা।

১) পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের বার্ষিক ৫,০০০ টাকা দেওয়া হয়।

২) নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং আইটিআই ছাত্রছাত্রীদের বার্ষিক ১০,০০০ টাকা দেওয়া হয়।

৩) ডিপ্লোমা কোর্সের পড়ুয়াদের বার্ষিক ১৫,০০০ টাকা দেওয়া হয়।

৪) স্নাতক স্তরের ছাত্রছাত্রীদের বার্ষিক ৩০,০০০ টাকা দেওয়া হবে।

৫) স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীদের বার্ষিক ৪০,০০০ টাকা দেওয়া হয়।

Who Can Apply JK Lakshmi Vidya Scholarship 2022: | জে কে লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ ২০২২: কারা আবেদন করতে পারবেন

১) এই স্কলারশিপে আবেদনের জন্য পড়ুয়ার পূর্ববর্তী শ্রেণীতে অথবা কোর্সে ৫০% নম্বর পেতে হবে

২) আবেদনকারী ছাত্রছাত্রীদের পরিবারের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার কম হতে হবে।

৩) আপনি যদি JK লক্ষ্মী বিদ্যা সংস্থার কর্মীদের পরিবারের সদস্য হয়ে থাকেন তাহলে আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

How to Apply for JK Lakshmi Vidya Scholarship 2022: | জে কে লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ ২০২২: আবেদন প্রক্রিয়া

১) আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।

২) অফিসিয়াল ওয়েবসাইট www.vidyasaarathi.co.in-এ গিয়ে ‘Browse Available Schemes’ অপশনে যেতে হবে।

৩) এরপর JK লক্ষ্মী বিদ্যা স্কলারশিপের যে কোর্সের জন্য আবেদন করতে চান সেটিতে ‘Apply’ অপশনে ক্লিক করতে হবে।

৪) এরপর আপনার যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি ফিল আপ করে সেটিকে অনলাইনে সাবমিট করতে হবে।

JK Lakshmi Vidya Scholarship 2022: Required Documents | জে কে লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র

এই স্কলারশিপে আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট 
  • আপনার পরিচয়ের প্রমাণপত্র
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার নতুন কোর্সে অথবা ক্লাসে ভর্তির রিসিপ্ট
  • আপনার ব্যাংকের পাসবুকের প্রথম পাতার জেরক্স
  • আপনার পরিবারের ইনকাম সার্টিফিকেট
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো
JK Lakshmi Vidya Scholarship 2022

JK Lakshmi Vidya Scholarship 2022: Last Date of Apply | জে কে লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ ২০২২: আবেদনের শেষ তারিখ

আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে ৩০.০৯.২০২২ অর্থাৎ ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে।

এরকম স্কলারশিপ সংক্রান্ত এবং অন্যান্য চাকরির খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Official Website Linkএখানে দেখুন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 SBI Asha Scholarship 2022 

🔥 Sitaram Jindal Scholarship 2022

🔥 Swami Vivekananda Scholarship 2022

🔥 Oasis Scholarship 2022-23 

🔥 Tata Scholarship 2022

🔥 Vidyasaarthi Scholarship 2022

🔥 HDFC Scholarship 2022

FAQ: JK Lakshmi Vidya Scholarship 2022 (জে কে লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ ২০২২)

Q: JK Lakshmi Vidya Scholarship 2022 (জে কে লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ ২০২২)-তে আবেদন কিভাবে করতে হবে?

Ans: অনলাইন মাধ্যমে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: JK Lakshmi Vidya Scholarship 2022 (জে কে লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ ২০২২)-তে কারা আবেদন করতে পারবেন?

Ans: পঞ্চম থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত পড়ুয়ারা। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: JK Lakshmi Vidya Scholarship 2022 (জে কে লক্ষ্মী বিদ্যা স্কলারশিপ ২০২২)-তে বৃত্তির পরিমাণ কত?

Ans: ৫,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment