Tata Scholarship 2022 | টাটা স্কলারশিপ ২০২২: ৫০,০০০ টাকা পর্যন্ত পেয়ে যাবেন টাটা স্কলারশিপে আবেদন করে! (Apply Now!)

Tata Scholarship 2022, Tata Scholarship 2022 Apply Online, Tata Scholarship 2022 Official Website, টাটা স্কলারশিপ ২০২২, Ratan Tata

পড়ুয়াদের জন্য রয়েছে বিশাল সুখবর! এমন অনেক ছাত্রছাত্রী আছে যারা পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে অসমর্থ হয়ে পড়ে। পড়ুয়াদের যাতে পড়াশোনার ক্ষেত্রে কোনোরকম বাধার সম্মুখীন হতে না হয় সেইজন্য এবার একটি নতুন স্কলারশিপের (Tata Scholarship 2022ব্যবস্থা করা হয়েছে। যেকোনো কাস্টের ছাত্রছাত্রীই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী থেকে শুরু করে সকল পড়ুয়াদের জন্যই রয়েছে এই স্কলারশিপ। এই স্কলারশিপে পড়ুয়াদের প্রচুর পরিমাণ বৃত্তি দেওয়া হবে। তাহলে চলুন এই স্কলারশিপের বিষয়ে বিষদে জেনে নেওয়া যাক।

এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Tata Scholarship 2022 | টাটা স্কলারশিপ ২০২২

Scholarship Details (পোস্টের নাম)টাটা স্কলারশিপ।
Scholarship Ammount (বৃত্তির পরিমাণ)৫০০০০ টাকা পর্যন্ত
Apply Mode (আবেদন মাধ্যম)অনলাইন
Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)buddy4study.com

সম্প্রতি পড়ুয়াদের জন্য একটি স্কলারশিপের (Tata Scholarship 2022) ব্যবস্থা করা হয়েছে। এই স্কলারশিপে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? আবেদন প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

Tata Scholarship 2022: Scholarship Name | টাটা স্কলারশিপ ২০২২: স্কলারশিপের নাম

ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য যে স্কলারশিপ দেওয়া হবে তা হলো- টাটা স্কলারশিপ।

Tata Scholarship 2022 Apply Online | টাটা স্কলারশিপ ২০২২: আবেদন প্রক্রিয়া

১) আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।

২) প্রথমে গুগল ক্রোমে গিয়ে buddy4study.com লিখে সার্চ করতে হবে।

৩) এরপর ‘Apply Now’ অপশনে ক্লিক করে সেখানে আপনার সমস্ত তথ্য দিয়ে রেজিস্টার করতে হবে।

৪) তারপর ‘রেজিস্টার’ অপশনে ক্লিক করলে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটিকে আপনাকে ভেরিফাই করতে হবে।

৫) ওটিপি ভেরিফাই করার পর ‘ইউ হ্যাভ সাকসেসফুলি লগইন’ লেখাটি আসবে।

৬) এরপর আপনার সামনে একটি পেজ খুলে যাবে এবং সেখানে আপনার যাবতীয় তথ্য ও আপনি বৈধ মোবাইল নম্বর, ইমেল আইডি দিয়ে নির্ভুলভাবে ফর্মটি ফিল আপ করে অনলাইনে সেটিকে সাবমিট করতে হবে।

Tata Scholarship 2022: Required Documents | টাটা স্কলারশিপ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র

এই স্কলারশিপে আবেদন করার জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড)
  • আপনার পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র
  • আপনার ব্যাংকের তথ্য
  • আপনার ভর্তির পে স্লিপ অর্থাৎ রশিদ
  • আপনার পাসপোর্ট সাইজের ছবি

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

Tata Scholarship 2022: Educational Qualification | টাটা স্কলারশিপ ২০২২: শিক্ষাগত যোগ্যতা

আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই টাটা স্কলারশিপ ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক , উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন অথবা অন্যান্য কোর্স যেমন বিবিএ, এলএলবি, বিসিএ, ইঞ্জিনিয়ারিং, বিই, বিটেক, এমটেক ইত্যাদি যেকোনো বিভাগে পাঠরত হতে হবে। আপনার পূর্ববর্তী ক্লাসের পরীক্ষায় ৬০% নম্বরসহ উত্তীর্ণ হওয়া আবশ্যক। এছাড়াও আপনার পরিবারের বার্ষিক আয় ৪ লক্ষ টাকার কম হতে হবে।

tata scholarship 2022 apply online

Tata Scholarship 2022: Scholarship Ammount | টাটা স্কলারশিপ ২০২২: বৃত্তির পরিমাণ

এই স্কলারশিপের জন্য আবেদনকারী ছাত্রছাত্রীদের ৫০০০০ টাকা পর্যন্ত বৃত্তি দেওয়া হবে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Tata Scholarship 2022 Official Website এখানে দেখুন

🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 National Scholarship Portal

🔥 Latest Paramparik Scholarship 2022

🔥 Shah Rukh Khan Scholarship 2022

🔥 Colgate Scholarship 2022 

🔥 JK Lakshmi Vidya Scholarship 2022 

🔥 SBI Asha Scholarship 2022 

🔥 Sitaram Jindal Scholarship 2022

🔥 Swami Vivekananda Scholarship 2022

🔥 Vidyasaarthi Scholarship 2022

🔥 HDFC Scholarship 2022

🔥 Scholarship 2022 West Bengal

🔥 Nabanna Scholarship 2022 & Uttarkanya Scholarship 2022

FAQ: Tata Scholarship 2022 (টাটা স্কলারশিপ ২০২২)

Q: Tata Scholarship 2022 (টাটা স্কলারশিপ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক , উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন অথবা অন্যান্য কোর্স যেমন বিবিএ, এলএলবি, বিসিএ, ইঞ্জিনিয়ারিং, বিই, বিটেক, এমটেক ইত্যাদি যেকোনো বিভাগে পাঠরত হতে হবে। এছাড়াও পূর্ববর্তী ক্লাসের পরীক্ষায় ৬০% নম্বরসহ উত্তীর্ণ হওয়া আবশ্যক। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Tata Scholarship 2022 (টাটা স্কলারশিপ ২০২২)-তে আবেদন কিভাবে করতে হবে?

Ans: অনলাইন মাধ্যমে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Tata Scholarship 2022 (টাটা স্কলারশিপ ২০২২)-তে বৃত্তির পরিমাণ কত?

Ans: ৫০০০০ টাকা পর্যন্ত। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment