১/৭: বিএসএনএলের (BSNL) এই প্রিপেড রিচার্জ প্ল্যানের দাম মাত্র ১,৫১৫ টাকা। এই রিচার্জ প্ল্যানের বৈধতা থাকবে ৩৬৫ দিন।
২/৭: ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL এবার প্রিপেড প্ল্যানের ক্ষেত্রে Jio এবং Airtel-কে পিছনে ফেলে দিয়েছে। গ্রাহকদের পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী BSNL অনেক সস্তা প্রিপেড রিচার্জ প্ল্যান অফার করে থাকে। এই প্ল্যানগুলোর মধ্যে এক মাস থেকে এক বছরের মেয়াদেরও প্ল্যান রয়েছে।
৩/৭: যদি আপনি BSNL-এর গ্রাহক হয়ে থাকেন এবং অবশ্যই একটি সস্তা রিচার্জ প্ল্যানের খোঁজ করে থাকেন, তাহলে আপনি সঠিক প্রতিবেদনটিই পড়ছেন। আজ আমরা আপনাকে BSNL-এর এমন একটি রিচার্জ প্ল্যান সম্পর্কে জানাবো যেখানে আপনি কম খরচে দৈনিক ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাবেন।
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 মাসে ৩৬ হাজার টাকা করে পেয়ে যাবেন LIC-র এই স্কিমে! একবার ইনভেস্ট করলেই কেল্লাফতে
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 DA 7th Pay Commission News : ডিএ নিয়ে বিরাট খবর! ডিসেম্বরেই মোটা টাকা পাবেন সরকারি কর্মীরা!
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 West Bengal Holiday: ডিসেম্বরের এই দিন গুলিতে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর! কোন কোন দিনে কতগুলি ছুটি?
৪/৭: বিএসএনএলের এই প্রিপেড রিচার্জ প্ল্যানের দাম মাত্র ১,৫১৫ টাকা। এই রিচার্জ প্ল্যানের বৈধতা থাকবে ৩৬৫ দিন। এই প্ল্যানে আপনি দৈনিক ২ GB ডেটা পাবেন। এক বছরে আপনি মোট ৭৩০ GB ডেটা পাবেন। যখন আপনার দৈনিক ডেটা লিমিট শেষ হবে তখন ইন্টারনেট স্পীড কমে ৪০ Kbps হয়ে যাবে।
৫/৭: BSNL-এর ১,৫১৫ টাকার রিচার্জ প্ল্যানের সাথে আপনি পাবেন আনলিমিটেড কলিং-এর সুবিধা। কিন্তু এই প্ল্যানের সাথে OTT সুবিধা দেওয়া হচ্ছে না এবং কোনো এসএমএস বেনিফিটও আপনি পাবেন না।
৬/৭: এর জন্য আপনি BSNL-এর অপর একটি প্রিপেড প্ল্যান রিচার্জ করতে পারেন। এই প্ল্যানের মূল্য ১,৪৯৯ টাকা। এই প্ল্যানে আপনি ৩৩৬ দিন ভ্যালিডিটি ও দৈনিক ১০০টি এসএমএস এবং ২৪ GB ডেটা পাবেন। এই প্ল্যানটি আপনি সেকেন্ডারি সিমের জন্য ব্যবহার করতে পারেন। তার কারণ এই প্ল্যানে ডেটাসহ আনলিমিটেড কলিংয়ের সুবিধাও রয়েছে।
৭/৭: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 ১,৫০০ শূন্যপদে State Bank of India-তে নিয়োগ! | SBI Recruitment 2022
🔥 ১৩,৪০৪টি শূন্যপদে শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগ! কোন পদে কতগুলি নিয়োগ হবে?
🔥 WB Primary TET: প্রাইমারী টেট-এর নম্বর নিয়ে সামনে এলো এই চাঞ্চল্যকর তথ্য! হতবাক চাকরিপ্রার্থীরা!