রাজ্য সরকার ইতিমধ্যেই অনেকগুলি জনহিতকর প্রকল্প চালু করেছেন। এর মধ্যে অন্যতম হলো ঐক্যশ্রী প্রকল্প (WB Aikyashree Prakalpa 2022)। এই প্রকল্প চালু করা হয়েছে রাজ্যের কর্মহীন যুবক-যুবতীদের উদ্দেশ্যে। এই প্রকল্পে যারা আবেদন করবেন তাদেরকে এই টাকা দেওয়া হবে। যে সমস্ত ছাত্রছাত্রী প্রথম শ্রেণী থেকে পিএইচডি স্তরে পাঠরত তাদেরকে এই টাকা দেওয়া শুরু হয়ে গেছে। রাজ্যে এমন অনেক মেধাবী পড়ুয়া রয়েছে যারা তাদের অর্থনৈতিক অবস্থার দরুন উচ্চশিক্ষা লাভ করতে পারে না। কিন্তু নিজেদের ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তোলার তাগিদ তাদের মধ্যে প্রবল।
তাই সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথা চিন্তা করেই জাতি-বর্ন-ধর্ম নির্বিশেষে রাজ্য সরকার সেই সমস্ত পড়ুয়াদের প্রত্যেক বছর এই স্কলারশিপ প্রদান করে থাকে। তারা যাতে নিশ্চিন্তভাবে পড়াশোনা শেষ করে নিজেদের ভবিষ্যত উজ্জ্বল করতে পারে সেই কারণেই এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়। প্রত্যেক বছরের ন্যায় এবারও ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যের দরিদ্র পড়ুয়াদের এই স্কলারশিপ প্রদানের জন্য আবেদনপত্র গ্রহণ শুরু হয়ে গেছে। তাই আর দেরি না করে তাড়াতাড়ি এই স্কলারশিপের জন্য আবেদন করে ফেলুন। তাহলে চলুন এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া, যোগ্যতা ইত্যাদি বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
বিষয় তালিকা
ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে প্রাপ্ত স্কলারশিপ গুলির বিবরণ-
রাজ্য সরকারের এই ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের মোট ৪টি পর্যায়ে স্কলারশিপ দেওয়া হয়। যে ৪টি পর্যায়ে ছাত্রছাত্রীদের স্কলারশিপ প্রদান করা হয় সেগুলি হলো-
১) Pre-Matric Scholarship-
যে সমস্ত ছাত্রছাত্রী প্রথম থেকে দশম শ্রেণীতে পাঠরত সেই সমস্ত ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হবে।
২) Post-Matric Scholarship-
যে সমস্ত ছাত্রছাত্রী একাদশ শ্রেণী থেকে পিএইচডি স্তরে পাঠরত সেই সমস্ত ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ প্রদান করা হবে।
আরও পড়ুন:
🔥Pradhan Mantri Vaya Vandana Yojana
৩) Merit Cum Means অথবা Others Scholarship-
যে সমস্ত পড়ুয়া পেশাদারী অথবা কারিগরি কোর্সে ট্রেনিং নিচ্ছেন সেই সমস্ত পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হবে।
ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্যতা-
এই স্কলারশিপে আবেদনের জন্য যে যোগ্যতাগুলির প্রয়োজন তা নিম্নে তুলে ধরা হলো-
১) আবেদনকারী পড়ুয়াদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া আবশ্যক।
২) আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের আয়তাধীন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত হতে হবে।
৩) আবেদনকারী পড়ুয়াদের পূর্ববর্তী শ্রেনীর বার্ষিক পরীক্ষায় ৫০% নম্বরসহ উত্তীর্ণ হতে হবে।
৪) Pre Matric Scholarship এবং Post Matric Scholarship-এর ক্ষেত্রে আবেদনকারী পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম হতে হবে।
৫) আপনি যদি Merit Cum Means Scholarship-এর জন্য আবেদন করতে চান তাহলে আপনার পরিবারের বার্ষিক আয় হতে হবে ২ লক্ষ ৫০ হাজার টাকার কম।
৬) ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে স্কলারশিপ পাওয়ার জন্য আবেদনকারী পড়ুয়াদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যক। কিন্তু প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা তাদের বাবা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়েও আবেদন করতে পারবেন।
৭) একটি মোবাইল নম্বর দিয়ে একজনই আবেদন করতে পারবেন।
৮) যে সমস্ত ছাত্রছাত্রী স্কুলে পড়াশোনা করছেন তাদের বাংলা শিক্ষার Unique ID থাকতে হবে।
৯) আবেদনকারী পড়ুয়াদের আধার কার্ড থাকা বাধ্যতামূলক।
আবেদন প্রক্রিয়া-
১) আপনি যদি ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে স্কলারশিপ পাওয়ার জন্য আবেদন করতে হলে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। ঐক্যশ্রী প্রকল্পের অনলাইন পোর্টালে গিয়ে আপনাকে আবেদন করতে হবে।
২) প্রথমে আপনার মোবাইল অথবা কম্পিউটারের ‘Google Search Box’-এ গিয়ে ঐক্যশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট www.aikyashree.wb.gov.in লিখে search করতে হবে।
৩) তারপর এই প্রকল্পের অনলাইন পোর্টাল খুলে যাবে। সেখানে আপনার যাবতীয় তথ্য দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।
৪) এরপর আপনার সামনে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। সেখানে আপনার নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, অভিভাবকের নাম, বর্তমান ক্লাস, ঠিকানা, বয়স, আধার নম্বর, একটি বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর ইত্যাদি লিখে ফর্মটিকে ফিলাপ করতে হবে।
৫) তারপর আপনার একটি পাসপোর্ট সাইজের ফটো, আপনার সিগনেচার, আপনার ব্যাঙ্কের পাস বইয়ের প্রথম পাতা, আপনার পূর্ববর্তী ক্লাসের বার্ষিক পরীক্ষার মার্কসীট, আধার কার্ড, ভোটার কার্ডসহ যাবতীয় নথিপত্র স্ক্যান করে সেগুলিকে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।
৬) সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করে দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র-
এই স্কলারশিপে আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন তা হলো-
- আপনার পূর্ববর্তী ক্লাসের বার্ষিক পরীক্ষার মার্কসীট
- আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (যাদের আছে)
- আপনার আধার কার্ড, ভোটার কার্ড
- আপনার পরিবারের ইনকাম সার্টিফিকেট
- আপনার ব্যাঙ্কের পাসবুকের প্রথম পাতার জেরক্স
- আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি
স্কলারশিপের জন্য প্রার্থী নির্বাচন প্রক্রিয়া-
ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে স্কলারশিপের জন্য আবেদনকারী প্রার্থীদের আবেদনপত্রগুলি ভালো করে বিচার করা হবে। এরপর যে সমস্ত প্রার্থীদের যোগ্য হিসেবে বিবেচিত হবেন রাজ্য সরকার তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি তাদের টাকা ট্রান্সফার করে দেবে।
আবেদনের শেষ তারিখ-
এই স্কলারশিপের জন্য অনলাইনে আবেদনপত্র জমা নেওয়ার অনলাইন পোর্টাল খুলে গেছে। অর্থাৎ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাই আর দেরি না করে শীঘ্রই আবেদন করে ফেলুন।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥 যুক্ত হন |
WB Aikyashree Prakalpa 2022 Apply Online | আবেদন করুন |
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 Swasthya Sathi Card New Update
🔥 WB Lakshmir Bhandar Prakalpa Update 2022
🔥 Bangla Awas Yojana 2022 (Bangla Abas Jojona)