চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি কি দীর্ঘদিন ধরে পড়াশোনা শেষ করে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন? কিন্তু তবুও মিলছে না চাকরির সন্ধান? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। বর্তমানে চাকরির বাজার অত্যন্ত শোচনীয়। এমতাবস্থায় নেহেরু যুব কেন্দ্র সংস্থান (WB Volunteers Recruitment 2023) কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সেই বিজ্ঞপ্তি জানানো হয়েছে যে এখানে একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে। এই চাকরির জন্য যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তাহলে চলুন এই চাকরির জন্য আবেদন করবেন কিভাবে, এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কি তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
বিষয় তালিকা
নিয়োগকারী সংস্থার নাম-
কেন্দ্রীয় সরকারের Ministry Of Youth Affairs and Sports-এর আয়তাধীন Nehru Yuva Kendra Sangathan-এ কর্মী নিয়োগ করা হবে। এখানে একটি পদের জন্য কর্মী নিয়োগ করা হতে চলেছে।
পদের নাম-
যে পদের জন্য এখানে কর্মী নিয়োগ করা হবে তা হলো-
- Yuva Volunteer
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 WB Health Recruitment 2023 Apply Online, Official Notice Pdf Download
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 সরাসরি SBI-তে প্রচুর বেতনে নিয়োগ চলছে! দেরি না করে এখনই আবেদন করে ফেলুন!
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Post Office Recruitment 2023 Apply Online
বয়স সীমা-
এই চাকরির আবেদনের জন্য আপনার বয়সের নিম্নসীমা হতে হবে ১৮ বছর এবং আপনার বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে ২৯ বছর।
নির্বাচন প্রক্রিয়া-
এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে মেরিট লিস্ট বের করে নিয়োগ করা হবে।
বেতন-
Yuva Volunteer পদের জন্য কর্মীদের মাসিক ৫,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া-
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইট https://nyks.nic.in-এ গিয়ে আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করে সেটিকে অনলাইনে সাবমিট করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র-
এই চাকরির জন্য নিম্নলিখিত নথিপত্রগুলির প্রয়োজন-
- আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- আপনার বয়সের প্রমাণপত্র
- আপনার বাসস্থানের প্রমাণপত্র
- আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
- আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
আবেদন মূল্য-
এই চাকরির জন্য কোনো আবেদন মূল্য দিতে হবে না।
শিক্ষাগত যোগ্যতা-
Yuva Volunteer পদের জন্য আপনাকে মাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও আবেদনকারীর কম্পিউটার নলেজ এবং NYKS অনুমোদিত কোনো যুব ক্লাবের সদস্য হলে অগ্ৰাধিকার পাবেন।
আবেদনের শেষ তারিখ-
এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া গত ২৩.০২.২০২৩ অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ থেকে শুরু হয়ে গেছে। এই চাকরির জন্য আবেদনের শেষ তারিখ ০৯.০৩.২০২৩ অর্থাৎ ০৯ মার্চ ২০২৩ তারিখ।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥 যুক্ত হন |
Official Notice | ডাউনলোড করুন |
Official Website | এখানে দেখুন |
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 IDBI Bank Recruitment 2023 Apply Online
👉 লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি জেলা ব্লকে সুপারভাইজার পদে নিয়োগ চলছে (Apply Now!) | WB MDM Supervisor Recruitment 2023
👉 Aliah University Assistant Professor Recruitment 2023
👉 Kolkata Metro Recruitment 2023