DA বৃদ্ধির ঘোষণা হতে পারে এই দিন! পুজোর আগে সরকারি কর্মীদের জন্য সুখবর

(১/৮) সম্প্রতি সেপ্টেম্বর মাস শেষ হয়ে অক্টোবর মাস শুরু হয়েছে। সামনেই আসছে দুর্গা পূজা (Durga Puja)। এই পূজা উপলক্ষে সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের বোনাস সহ অন্যান্য বিভিন্ন সুখবর দিয়ে থাকে। এ অবস্থায় সকালে মনে করছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ডিএ (DA) বা মহার্ঘ ভাতা বৃদ্ধির সুখবর আসতে পারে।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

(২/৮) প্রসঙ্গত উল্লেখ্য, এই বছর দুর্গাপূজা শুরু হচ্ছে ২০ অক্টোবর থেকে। আর শেষ হচ্ছে ২৪ অক্টোবর। ষষ্ঠী সাথে দশমী পর্যন্ত চলবে এই পুজো। তবে এখানেই শেষ নয়, এর পরে কালীপুজো পড়ছে নভেম্বর মাসের ১২ তারিখ

(৩/৮) আর এই সময়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মহার্ঘ্য ভাতা (DA) বৃদ্ধির খবর আসতে পারে যে কোন সময়। যদিও এই ব্যাপারে কোন আনুষ্ঠানিক তারিখ এখনো পর্যন্ত নির্ধারণ করা হয়নি। কিন্তু সকলে মনে করছে যে দশহেরার আগে কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে বড় কিছু ঘোষণা করতে পারে।

(৪/৮) কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বছরে দুইবার করে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি করা হয়ে থাকে। চলতি বছর ইতিমধ্যেই একবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। এবার সামনে দ্বিতীয়বারের জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধির সময় আসন্ন। সেই দিক বিচার করে সবাই মনে করছে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে।

(৫/৮) প্রতি বছর মহার্ঘ ভাতা ১ জুলাই থেকে কার্যকর হয়ে থাকে। আর প্রতিবার ৪ শতাংশ হারে ডিএ বাড়ানো হয়ে থাকে। মহার্ঘ ভাতা নিয়ে বর্তমানে আশাবাদী রয়েছে সকলে। তবে এর মধ্যেই মহার্ঘভাতা গণনাকার এআইসিপিআই থেকে ইনডেক্স নম্বর আসতে শুরু করেছে। সর্বশেষ তথ্য এসেছে আগস্ট মাসের জন্য আর এটি ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে গণনা শুরু হবে।

(৬/৮) প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে মুদ্রাস্ফীতি এবং মহার্ঘ ভাতার উপর গণনা করা সূচকের সংখ্যা পূর্বের তুলনায় হ্রাস পেয়েছে। বিশেষত আগস্ট মাসে এই সূচকের সংখ্যা অন্যান্য মাসের তুলনায় কমে গিয়েছে। কিন্তু এর বিশেষ প্রভাব মহার্ঘ ভাতার উপর পড়েনি।

(৭/৮) আসন্ন ২০২৪ সালের জন্য মহার্ঘ ভাতা গণনার সূচক সংখ্যা ইতিমধ্যে আসতে শুরু করেছে। এআইসিপিআই সূচকের সংখ্যাটি জুলাই মাসে খুব দ্রুত বৃদ্ধি পেয়েছিল। জুলাইয়ে এই মহার্ঘ ভাতা ৪৭ শতাংশ অতিক্রম করেছিল।

good news regarding DA hike for sarkari employee before Durga Puja

(৮/৮) জুলাই মাসে এই সূচকের সংখ্যা বাড়লেও আগস্ট মাসে এসে এটি ০.৫ পয়েন্ট কমে গিয়েছিল। জুলাই মাসে AICPI-IW সূচকের পরিমাণ ছিল ১৩৯.৭ পয়েন্ট, কিন্তু আগস্টে আসে সেটি দাড়ায় ১৩৯.২-এ। কিন্তু এই সংখ্যাটি মহার্ঘ ভাতা স্কোরকে প্রভাবিত করেনি। জুলাই মাসে মহার্ঘ ভাতার পরিমাণ ছিল ৪৭.১৪ শতাংশ, কিন্তু আগস্টে সেটি বেড়ে দাড়াই ৪৭.৯৭ শতাংশ বা প্রায় ৪৮ শতাংশ

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 এবার ২,০০০ টাকা করে মাসে পাবেন এই প্রকল্পে, জেনে নিন বিস্তারিত

👉 ২০,০০০ টাকা পেয়ে যান এই স্কলারশিপে আবেদন করে, যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন 

👉 PAN Card: প্যান কার্ড নিয়ে এই কড়া নির্দেশ সরকারের, দ্রুত এই কাজ না করলে বিপদে পড়বেন

👉 PAN Card ও Aadhaar Card নিয়ে কেন্দ্রের বড় সিদ্ধান্ত, চালু হচ্ছে এই নতুন নিয়ম

👉 ফ্রি-তে ৭৫ লাখ পরিবারকে LPG সংযোগ দেবে কেন্দ্র, কারা পাবেন? জেনে নিন

Leave a Comment