এই কাজ না করলে বন্ধ হয়ে যাবে সুকন্যা সমৃদ্ধি যোজনার অ্যাকাউন্ট! নির্দেশ সরকারের

(১/৭) কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কেন্দ্রীয় সরকার ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’(Sukanya Samriddhi Yojanna) চালু করেছে। দশ বছরের কম বয়সী যেকোনো কন্যা শিশুর বাবা-মা বা বৈধ অভিভাবক তাদের সন্তানের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারবে।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

(২/৭) এই প্রকল্পটি পরিপক্ক হয় ২১ বছরের মধ্যে।তবে এই প্রকল্পে আপনাকে কেবল ১৫ বছর বিনিয়োগ করতে হবে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের (Government of India) তরফ থেকে এই প্রকল্পের জন্য ৮ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। তবে সম্প্রতি এই প্রকল্প সম্পর্কে সরকার একটি নির্দেশিকা জারি করেছে।

(৩/৭) সরকারের এই নির্দেশনা শুনে অনেকেই আশঙ্কা করছেন তাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার। কন্যা সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা এবং তার উচ্চশিক্ষার জন্য কোনরকম আর্থিক সমস্যা যেন না হয় তার জন্য কেন্দ্রীয় সরকার ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’ (Sukanya Samriddhi Yojana) চালু করে।

🔥 আরও পড়ুন:

👉 PAN Card ও Aadhaar Card নিয়ে কেন্দ্রের বড় সিদ্ধান্ত, চালু হচ্ছে এই নতুন নিয়ম

🔥 আরও পড়ুন:

👉 Income Tax: আয়কর বদলে দিল এই নিয়ম, ১ সেপ্টেম্বর থেকে লাখ লাখ কর্মচারীর বেতন বাড়বে

🔥 আরও পড়ুন:

👉 Railways Rules: এবার থেকে অর্ধেক ভাড়ায় ভ্রমণ করুন ভারতীয় রেলে, কেন্দ্র সরকারে বড় উপহার দিল দেশবাসীর জন্য

(৪/৭) এই প্রকল্পে কন্যার বয়স ১০ বছর হওয়ার আগে একাউন্ট খুলতে হবে এবং কন্যার বয়স ২১ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। সেই সময় আপনি যে টাকা বিনিয়োগ করবেন সে সঙ্গে সুদের টাকাও আপনি পেয়ে যাবেন।

(৫/৭) তবে এই প্রকল্পের জন্য আপনাকে ব্যাংকে নয় পোস্ট অফিসে (Post Office) অ্যাকাউন্ট খুলতে হবে। সম্প্রতি এই প্রকল্পের জন্য সরকার একটি নির্দেশ দিয়েছে, সেটি জেনে নেওয়া যাক।

(৬/৭) কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছে যে, যাদের এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় অ্যাকাউন্ট রয়েছে তাঁদের প্যান-আধার লিঙ্ক (PAN Aadhaar Link) করতে হবে। তা না হলে এ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।

Sukanya Samriddhi Yojana account will be closed if PAN Andahar card is not linked

(৭/৭) এক্ষেত্রে যারা ৩১ মার্চের পরে একাউন্ট খুলেছেন তাদের ক্ষেত্রে প্যান আধার লিঙ্ক করানো বাধ্যতামূলক। এই কাজটি সেপ্টেম্বর মাসের মধ্যে সম্পূর্ণ করতে হবে। আর আপনি যদি এটি না করেন তাহলে আপনাকে ভবিষ্যতে সমস্যার মধ্যে পড়তে হতে পারে।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 Aadhaar Card: বড় আপডেট আধার কার্ড গ্রাহকদের জন্য, জারি হলো নির্দেশিকা

👉 ১৬ লাখের বেশি রিটার্ন পান পোস্ট অফিসে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগে করে

👉 রেশন কার্ড আছে? তাহলে বাড়িতে বসেই পাবেন এই সুবিধাগুলি! বড় উদ্যোগ রাজ্য সরকারের

👉 Jio ধামাকা অফার, এবার এক রিচার্জেই বিনামূল্যে মিলবে এইসব সুবিধা

👉 পশ্চিমবঙ্গে আবার ছুটি ঘোষণা, কবে, কাদের ছুটি? জেনে নিন

👉 RBI-এর শস্তির মুখে পড়ল বাংলার ২ ব্যাঙ্ক, সেখানে আপনার টাকা নেই তো?

Leave a Comment